• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ ১৪৩১, ২১ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


টাইগারকে যে পরামর্শ দিলেন অক্ষয়


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ২৭, ২০২৪, ০৭:০৭ পিএম
টাইগারকে যে পরামর্শ দিলেন অক্ষয়
অক্ষয় কুমার ও টাইগার শ্রুফ। ছবিঃ সংগৃহীত

একটা সময় 𒆙অভিনেত্রী দিশা পাটানির সঙ্গে চুটিয়ে প্রেম করেছেন জ্যাকিপুত্র। কিন্তু ৬ বছরের সেই সম্পর্ক ভেঙে যায় ২০২২ সালে। তারপরেও অভিনেতা টাইগার শ্রফের প্রেমজীবন হামেশাই থাকে আলোচনার কেন্দ্রবিন্দুতে।

৬ বছরের সেই সম্প𓂃র্ক ছাড়াছাড়ির পরও নাকি ‘দিশা’তেই থিতু হয়েছেন টাইগার, এমনটিই রটনা। গত বছরের মাঝামাঝি সময়ে নতুন দিশার আগমন ঘটেছে। তিনি পাটানি নন, ধানুকা। নামি প্রযোজনা সংস্থার উচ্চপদে রয়েছেন দিশা ধানুকা। সেই সূত্রে আলাপ দুজনের।

এবার দিশা নিয়েই টাইগারকে বেকায়দায় ফেললেন অক্ষয় কুমার। শিগগিরই ‘বড়ে মিয়া ছোটে মিয়া’ ছবিতে একসঙ্গে🌱 স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে দুজনকে। মঙ্গলবার প্রকাশ্যে এসেছে ট্রেলার। ছবির ট্রেলার লঞ্চের মঞ্চে♉ই বেফাঁস অক্ষয়। গোটা অনুষ্ঠানের সবচেয়ে আলোচিত অংশ হয়ে উঠল হিন্দুস্তান টাইমসের একটি প্রশ্ন। অক্ষয় কুমার ও টাইগার শ্রফের কাছে জানতে চাওয়া হয়েছিল পরস্পরকে কী উপদেশ দিতে চান তারা।

ইন্ডাস্ট্রির সিনিয়র তথা সুপারস্টার অক্ষয়কে প্রশংসায় মুড়ে দেন টাইগার। বলেন, ‘কিছু বলার 🐎দরকার নেই। ওনার মধ্যে কোনো কমতি নেই। ওনার বয়স তো দিন দিন কমছে, প্রত্যেক তরুণ অভিনেতার অনুপ্রেরণা অক্ষয় কুমার।

এত ভালো ভালো কথা শুনেও বোমা🌱 ফাটাতে ছাড়লেন না অক🏅্ষয়। মুচকি হেসে তার জবাব, আমি তো টাইগারকে একটা কথাই বলব— একটাই দিশায় থাকো!

অক্ষয়ের 🌌এই উপদেশ যে সহ-অভিনেতার প্রেমজীবন নিয়ে তা বুঝতে অসুবিধা হয়নি কারও। এর পরই চেষ্টা করেও হাসি চাপতে পারেননি মঞ্চে উপস্থিত বাকিরা। হাসতে হাসতে টাইগারকে জড়িয়ে ধরেন অক✱্ষয়। তার ঠোঁটের কোনেও তখন হাসির ঝিলিক।

‘বড়ে মিয়া ছোটে মিয়া’-য় অক্ষয় কুমার ও 💎টাইগার শ্রফকে ভারতীয় সেনা অফিসারের চরিত্রে দেখা যাবে। এই ছবির পরিচালক আলি আব্বাস জাফর। ২০😼২৪-এর ঈদে মুক্তি পাবে ‘বড়ে মিয়া ছোটে মিয়া’।

Link copied!