টিভি না🦄টকের অভিনেত্রী ঊর্মিলা শ্রাবন্তী কর হৃদরোগে আক্রান্ত হয়েছেন। বুধবার (২২ মার্চ) তাকে ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে সিসিইউতে রয়েছেন।
ঊর্মিলার পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার (২১ মার্চ) র🤪াত থেকে অসুস্থ বোধ করছিলেন তিনি। সকালে 🌸বেশি অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়।
চিকিৎসকরা বলেছেন, তার হার্টে বেশ কিছু জটিলতা রয়েছে। এ মুহূর্তౠে তিনি বেশি কไথা বলতে পারছেন না।
২০০৯ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মধ্য দিয়ে শোবিজে পা রাখেন ঊর্মিলা। ২০১০ সালে তাহের শিপন পরিচালিত ‘জটিল প্রেম’ নাটকে প্রথম অভিনয় করেন তিনি। এরপর অসংখ্য দর্শকপ্রিয় নাটক, টেলি༺ফিল্ম ও মিউজিক ভিডিওয়ে কജাজ জনপ্রিয়তা পান এই অভিনেত্রী।
জনপ্রিয় অভিনেত্রী ঊর্মিলা বর্তমানে অভ♊িনয় শিল্পী সংঘের আইন ও কল্যাণবিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তার বিউটি পার্লারের ব্যবসাও আছে।