‘রূপবান’খ্যাত কিংবদন্তী অভিনেত্রী সুজাতা এবার সংসদ সদস্য হ🐼๊তে চান। তার এই ইচ্ছার কথা জানিয়েছেন ‘সংবাদ প্রকাশ’কে।
তিꦑনি বলেন, ‘ বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি করছি দীর্ঘদিন ধরেই। আমার এবং আমার শ্বশুরবাড়ির সবাই আওয়ামী রাজনীতিতে বিশ্বাসী। মুক্♉তিযুদ্ধে আমাদের পরিবার বিশেষ ভূমিকা রেখেছে। সেই কথায় আজ যেতে চাচ্ছি না। আমি নিজেও মনেপ্রাণে জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক। আমি আওয়ামী রাজনীতিতে বিশ্বাসী। এর আগেও সংরক্ষিত নারী আসনের জন্য আমি দুবার মনোনয়নপত্র ক্রয় করেছিলাম। এই নিয়ে তৃতীয়বার। আমার বিশ্বাস মাননীয় প্রধানমন্ত্রী এবার সদয় বিবেচনা করবেন। সবার কাছে দোয়া প্রার্থী আমি।’
সম্প্রতি তিনি মনোনয়নপত্র কিনেছেন বলে জানিয়েছেন। এরইমধ্যে সেটি জমাও দিয়েছেন। সুজাতা বলেন, ‘ আামার বিশ্বাস এবার আওয়ামী লীগ আমাকে নিরাস করবেন না।’
এদিকে বর্তমানে এ অভিনেত্রী দীপ্ত টিভিতে প🅷্রচার চলতি ধারাবাহিক নাটক ‘বকুলপুর সিজন টু’তে অভিনয় করছেন।
৬০ দশকের অন্যতম জনপ্রিয় চলচ্চিত্র নায়িকা সুজাতা। তার ক্যারিয়ারে রয়েছে অসংখ্য সুপারহিট সিনেমা। কেবলমাত্র ‘রূপবান’ সিনেমা দিয়েই তিনি বহু বছর আলোচনায় ছিলেন। তাকে বলা হত ‘রূপবান কন্যা’। ‘অবুঝ মন’, ‘অশ্রু দিয়ে লেখা’, ‘এতটুকু আশা’, ‘আয়না’, ‘অবশিষ🦄্ট’, ‘ছুটির ঘণ্টা’, ‘আলোর মিছিল’, ‘গাজী কালু চম্পাবতী’সহ অসংখ্য সিনেমার নায়িকা ছিলেন ত🐈িনি।