শীতের শুরুতেই ভারতের শোবিজ অঙ্গনে যেন বিয়ের মৌসুম লেগেছে। এবার সেই ধারౠাতে ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ের চিফ অপারেটিং অফিসার সৌম্য মুখার্জির সঙ্গেই সাত 𒁃পাকে বাঁধা পড়লেন ওপার বাংলার অভিনেত্রী সন্দীপ্তা সেন।
আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে জানানো হয়েছে, বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) পরিকল্পনা অনুযায়ী মনের মানুষ🍒ের সঙ্গে গাঁটছড়া বাঁধেন অভিনেত্রী সন্দীপ্তা সেন। বিয়েতে তার পোশাক পরিকল্পনার দায়িত্বে ছিলেন অভিষেক রায়। বিয়েতে ফুশিয়া রঙের বেনারসিতেই দেখা গেল নায়িকাকে। পাশে ছিলেন তার প্রিয় বান্ধবীরা। 🌌গায়ে হলুদের সকালে একেবারে সাদামাঠা সাজে ফ্রেমবন্দি হন অভিনেত্রী।
সংবাদমাধ্যমটি আরও জানায়, এক দিনেই হয়েছে ব✱িয়ে এবং রিসেপশন। তাই কনে আর বরকে একসঙ্গেই দেখা গিয়েছে গায়ে হলুদের সকালে। বিয়ের মেনুতেও ছিল বাঙাল𒉰িয়ানার ছোঁয়া। বিভিন্ন মাছের পদ থেকে মাংস— কিছুই বাদ ছিল না সন্দীপ্তার বিয়েতে।
এর আগে গত শুক্রবার (২ ডিসেম্বর) সৌম্যর সঙ্গে তিনটি ছবি ফেসবুকে 🌸পোস্ট করেছেন অভিনেত্রী। পোস্ট করা💖 ছবিতে দেখা যায়, তিনটি ছবিই তাদের প্রি-ওয়েডিং ফটোশুটের। ছবির ক্যাপশনে সন্দীপ্তা লিখেছেন, “জীবনে অনেক ৭ ডিসেম্বর কাটিয়েছি, তবে কখনো ভাবিনি এই ৭ ডিসেম্বরের জন্য এরকমভাবে অপেক্ষা করব। সৌম্য মুখার্জি রেডি তো?”
স্টার 🐷জলসায় প্রচারিত ‘দুর্গা’ ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে শোবিজ অঙ্গনে পা রাখেন সন্দীপ্তা। তারপর ‘টাপুর টুপুর’ ধারাবাহিকে অভিনয় করেন। ২০১৪ সালে ‘তুম﷽ি আসবে বলে’ ধারাবাহিকে নন্দিনী চরিত্রে অভিনয় করে আলোচনায় উঠে আসেন। এরপর ২০১৯ সালে ‘আস্তে লেডিজ’ ওয়েব সিরিজে অভিনয় করেন সন্দীপ্তা। এরপর ২০২১ সালে ‘একান্নবর্তী’ সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক ঘটে তার।