টালিউডের জনপ্রিয় অভ🐷িনেত্রী পূজা ব্যানার্জি। দেব, জিতের সঙ্গে উপহার দিয়েছেন একের পর এক হিট সিনেমা। ক্যারিয়ারের শুরুটা টাল✃িউডে হলেও, পরবর্তীতে হিন্দি ধারাবাহিকের দর্শকদের কাছে জনপ্রিয় হয়ে ওঠেন পূজা।
বর্তমানে নিয়মিত মডেলিং, ফটোশুটে ব্যস্ত সময় পার করছেন পূজা। সামাজিক যোগাযোগমাধ্যমেও ভক্তদের সংস্পর্শে থাকছেন এই অভিনেত্রী। নিজ𓃲ের ছবি ও ভিডিও নিয়মিত শেয়ার করেন অনুরাগীদের সঙ্গে। ইনস্টাগ্রামে প্রায় প্রতিদিনই পোস্ট করতে দেখা যায় তাকে। তারই ধারবাহিকতায় সম্প্রতি একটি ফটোশুটের ভিডিꦿও পোস্ট করেন পূজা। আর সেটি নিয়েই এবার কটূক্তির শিকার হলেন তিনি।
ভিডিওটিতে পূজাকে একটি ফটোশুট করতে দেখা যাচ্ছে। তার পরনে ব্যাকলেস ব্রালেট। খোলা কাঁধ-পিঠ। চোখেমুখে দুষ্টু ইশারা। উ⭕ন্মুক্তপ্রায় শরীর দেখেই পূজার উপর খেপেছে নেটিজেনরা। কেউ ‘অসভ্য মহিলা’ বলে কটাক্ষ করলেন তো কেউ বা আবার পূজাকে মনে করিয়ে দিলেন যে তিনি ‘এক ছেলের মা!’ কেউ কেউ বললেন, ‘এক বাচ্চার মা হয়েও এই ধরনের ফটোশুট ঠিক নয়।
ব্যক্তিগত জীবনে অভিনেতা কুণাল বার্মাকে বিয়ে করে মুম্বাইতেই থাকেন এই অভিনেত্রী। তবে টলিউডের বিভিন্ন ইভেন্টেও দেখা যায়𒁃 তাকে। সম্প্রতি ‘ডান্স বাংলা ডান্স’-এর বিচারকের আসনেও দেখা গেছে পূজাকে।