হাসপাতালে ভর্তি জনপ্রিয় ভারতীয় অভিনেত্রী হিনা খান। বিষয়টি নিশ্চিত করেছে💮ন অভিনেত্রী নিজেই। খবর কলকꦆাতা নিউজ
ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে হিনা লেখেন, “গেল চার দিন💃 ধরে ধুম জ্বরে ভুগছি। চিকিৎসা চলছে। কিন্তু তা বৃথা। জ্বর কিছুতেই কমছে না। ক্রমশ বেড়েই চলেছে। প্রায় ১০২-১০৩ জ্বর রয়েছে গায়ে।”
এদিকে প্রিয় অভিনেত্রীর অসুস্থতার 🧸খবর জেনে উদ্বিগ্ন অনুরাগীরা। কী হয়েছে, জানতে চাইছেন তারা। তাদের আশ্বস্ত করেছেন হিনা নিজেই। জানিয়েছেন, চার দিন আগে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। খুব জ্বর ছিল গায়ে। তাই হাসপাতালে ভর্তি করানো হয়েছে তাকে।
এর আগে অক্টোবর মাসেও হাসপাতালে ভর্তি হয়েছিলেন হিনা। তখনো হাসপাতাল থেকে নিজে🗹র ছবি পোস্ট করেছি💃লেন নায়িকা। তার আগে মুম্বাইয়ের দূষণ নিয়ে একাধিক অভিযোগও জানিয়েছিলেন তিনি। অভিনেত্রী অভিযোগ করেন যে, মাত্রাতিরিক্ত দূষণের কারণে নাকি মুম্বাই তার বাসযোগ্যতা হারাচ্ছে।