• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২১ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


৬০ বছর বয়সে হানিমুনে আশিষ বিদ্যার্থী


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ১৫, ২০২৩, ০৭:৫৩ পিএম
৬০ বছর বয়সে হানিমুনে আশিষ বিদ্যার্থী

ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা আশিষ বিদ্যার্থী ষাট বছর বয়সে দ্বিতীয় বিয়ে করে কটাক্ষের শিকা💞র হয়েছেন। গত ২৫ মে রুপালি বড়ুয়ার সাথে সাতপাকে জুটি বাঁধে এই অভিনেতা। জীবনের এ পর্যায়ে এসে বিয়ে করায় বিষয়টি বহুল চর্চায় পরিণত হয়। এ নিয়ে দারুণ বিতর্কের মুখে পড়েন আশিষ। তবে এসব বিতর্ককে বুড়ো আঙুল দেখিয়ে 𒉰মধুচন্দ্রিমায় গেলেন নবদম্পতি আশিষ-রুপালি।

বৃহস্পতিবার (১৫ জুন) আশিষ তার ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন। তাতে দেখা যায়, একটি বাসে বসে আছেন আশিষ-রুপালি। তাদের চোখে-মুখে উচ্ছ্বাস দেখা যায়। আশিষের পরনে হলুদ রঙের শার্ট। তার পাশের সিটে হাতা কাটা গোলাপি প্রিন্টেট পোশাকে ব🦂সে রয়েছেন রুপালি। এ ছবির ক্যাপশনে লিখেছেন— ‘প্রিয় বন্ধুরা, তোমাদের ভালোবাসা ও শুভেচ্ছার জন্য ধন্যবাদ।’

আশিষের এই পোস্ট দেখে নেটিজেনরাও আনন্দ প্রকাশ ܫকরেছেন। কেউ কেউ মন্তব্য করেছেন, ‘আপনাদের দেখেও ভালো লাগছে।’ আ🐼বার কেউ কেউ বললেন, ‘সুন্দর! একসঙ্গে ভালো থাকুন।’

তবে মধুচন্দ্রিমায় কো🐼থায় গিয়েছেন তা জানাননি এ✨ই জুটি। নেটিজেনদের একজন লিখেছেন, ‘সিঙ্গাপুরে আপনাদের স্বাগতম। আশা করছি, আপনাদের সঙ্গে দেখা হবে।’

অভিনেত্রী শকুন্তলা বড়ুয়ার কন্যা রাজশী বড়ুয়া আশিষের প্রথম 🗹স্ত্রী। এ সংসারে তাদের একটি পুত্র সন্তান রয়েছে। কি কারণে 💙এ সংসার ভেঙে গেছে তা জানা যায়নি।

 

Link copied!