• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ ১৪৩১, ২১ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


মঞ্চে মারা গেলেন ২৪ বছরের মডেল


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ১২, ২০২৩, ০৩:১৪ পিএম
মঞ্চে মারা গেলেন ২৪ বছরের মডেল

ফ্যাশন শো চলাকালীন মঞ্চে মারা গেছেন ভারতীয় মডেল বংশিকা চোপড়ানি। রোববার (১১ জুন) উত্তর প্রদেশের নয়ডা ফিল্ম সিটি এলাকার লক্ষ্মী স্টুডিওতে একটি ফ্যাশন শোয়ের আয়োজন ক🦋রা হয়। সেখানেই এ দুর্ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যম নিউজ১৮ জানায়, শো চলাকালীন মঞ্চে হাঁটছিলেন ২৪ বছর বয়সী মডেল বংশিকা চোপড়ানি। ওই সময়ে অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি লাইটিং ট্রাস বংশিকার ওপরে ভেঙে পড়ে। এতে গুরুতর আঘাত পান তিনি। এ সময় বংশিকার পাশে ছিলেন ববি রাজ নামের এক যুবক। এ ঘটনায় তিনিও আঘাত পান। দ্রুত তাদের নিকটস্থ কৈলাস হা꧑সপাতালে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসকরা বংশিকাকে মৃত ঘোষণা করেন, তবে🌠 ববি ওই হাসপাতালে চিকিৎসাধীন।

ঘটনার তদন্তে নেমেছে পুলি🐼শ। ইতোমধ্যেই শোয়ের আয়োজক এবং যারা ওই লাইটিং ট্রাস বসিয়েছিল, তাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এরই মধ্যে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে সংবাদমাধ্যমটি জানিয়েছে।

এদিক♍ে প্রতিভাবান এ মডেলের মৃত্যুতে ফ্যাশন দুনিয়ায় শোকের ছায়া নেমে এসেছে।

 

Link copied!