যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ফুল টাইম মাস্টার্সের অফার লেটার পেয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পাবলিক হেলথ অ্যান্ড ইনফরম🌸েটিক্স বিভাꦚগের তিন শিক্ষার্থী।
তারা হলেন, বিশ্ববিদ্যালয়ের ৪৩তম ব্যাচের শিক্ষার্থী রুম্পা সরকার, ৪৪তম ব্যাচের শরীফ হোসাইন ও ৪৭🌃তম ব্যাচের রেজাউল ক༒রিম রিপন।
শনিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে সংবাদ প্রকাশ🥂কে বি♔ষয়টি নিশ্চিত করেছেন তারা।
জানা যায়, রুম্পা সরকার ও শরীফ হোসাইন একই সঙ্গে জনস হপকিন্স এবং রেজাউল করিম রিপন ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়াতে চান্স পেয়েছেন। এছাড়াও রুম্পা সরকার ইউনিভার্সিটি অব নর্থ ক্যারোলাইনা অ্যাট চ্যাপেল হিল ও পিটসবার্গ বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছেন। রুম্পা সরকারের গভেষণাপত্রের সংখ্যা ৫ট💧ি। নারীদের স্তন ক্যান্সার নিয়ে গভেষণা করেছেন তিনি। শরীফ হোসাইনের ৬টি গবেষণাপত্র ও রেজাউল করিম রিপনের ২০টির অধিক গবেষণাপত্র প্রকাশিত হয়েছে।
অনুভূতি ব্যক্ত করে শরীফ হোসাইন বলেন, “বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর মাঝেমধ্যে স্বপ্ন দেখতাম উচ্চশিক্ষার জন্য ভাল একটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করব। অনার্সের তৃতীয় বর্ষে এই ইচ্ছেটা ধীরে ধীরে প্রবল হতে থাকে। এরপর থেকে নিজেকে একটু একটু করে গুছানো শুরু করি। তখন থেকেই আন্তর্জাতিক এবং সরকারি কিছু গবেষণা🦩 প্রজেক্টে কাজ শুরু করি এবং কিছু গবেষণা প্রব𒀰ন্ধ প্রকাশ করি। একাডেমিক ক্ষেত্রেও ভাল ফলাফল করার জন্য একটু চেষ্টা থাকত। আসলে এক কথায় বলতে গেলে আপনার জীবনের ছোট বড় সব অর্জনই আপনাকে সফলতার দ্বারপ্রান্তে পৌঁছাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।”
রুম্পা সরকার তার অনুভূতি ব্যক্ত করে বলেন, “হ⭕ার্ভাডে চান্স হয়েছে খুবই খুশি হয়েছি। এতো স্বল্প সময়ে কয়েকটি বিশ্বসেরা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছি এটা আসলে সৃষ্টি🗹কর্তার ইচ্ছা আর আমার চেষ্টা। আর শুরু থেকেই একাডেমিক রেজাল্ট ভালো করার চিন্তা ছিল। আর টোফেলে আমার নম্বর ও সব মিলিয়ে চান্স হয়েছে।”
এ বিষয়ে পাবলিক হেলথ অ্যন্ড ইনফরমেটিক্স বিভাগের সভাপতি সহযোগী অধ্যাপক মাহফুজা মোবারক বলেন, “আমাদের বিভাগের কয়েক শিক্ষার্থী সেরা কয়েকটি বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্সের অফার লেটার পেয়েছেন। এটা আম♔াদের বিশ্ববিদ্যালয় এবং বিভাগের জন্য গর্বের বিষয়। তারা গবেষণায় অনেক মনোযোগী। হার্ভার্ডে পরাশোনা শেষ করে আসতে পারলে দেশের জন্য অনেক ভালো কিছু করবে বলে আশা করছি।”