• ঢাকা
  • শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


শাবির ‘অ্যাসোসিয়েশন অব ইন্ডিজেনাস স্টুডেন্টস’র নেতৃত্বে শুভ-সুধীর


শাবি প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৮, ২০২৪, ০১:৪৮ পিএম
শাবির ‘অ্যাসোসিয়েশন অব ইন্ডিজেনাস স্টুডেন্টস’র নেতৃত্বে শুভ-সুধীর
সভাপতি শুভ তঞ্চঙ্গ্যা, সাধারণ সম্পাদক সুধীর খীসা। ছবি : প্রতিনিধি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্ত💧ি বিশ্ববিদ্যালয়ের (শাবি) আদিবাসী শিক্ষার্থীদের সংগঠন ‘অ্যাসোসিয়েশন অব ইন্ডিজেনাস’র চতুর্থ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে ফুড ইঞ্জিনিয়ারিং এন্ড টি টেকনোলজি (এফইটি) বিভাগ♓ের চতুর্থ বর্ষের শিক্ষার্থী শুভ তঞ্চঙ্গ্যা এবং সাধারণ সম্পাদক হিসেবে পলিটিক্যাল স্টাডিজ বিভাগের (পিএসএস) একই বর্ষের শিক্ষার্থী সুধীর খীসা নির্বাচিত হয়েছেন।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) সংগঠনের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতꦆে এ তথ্য জানানো হয়।

কমিটির অন্য সদস্🌃যরা হলেন সিনিয়র সহ-সভাপতি তুখোড় মিলিনিয়াম আরেং, সহ-সভাপতি সুইকিপ্রু মারমা, জুয়েল চাকমা ও রঙ্গন  মাংসাং, সহ-সাধারণ সম্পাদক সোহাগী রানী ক্ষত🍌্রিয়, প্রবঞ্জন দিভ্রা ও নাই নাই উ রাখাইন, যুগ্ম সম্পাদক শুভ্র দেব হাজং, সাংগঠনিক সম্পাদক এমং চাইন মারমা, সহ-সাংগঠনিক সম্পাদক দীপংকর চাকমা, কোষাধ্যক্ষ মংহ্লা মং, সহ-কোষাধ্যক্ষ সুজেয়া খীসা, প্রকাশনা সম্পাদক অ্যাশেজ চাকমা, সহ-প্রকাশনা সম্পাদক অংছোচিং রাখাইন, সাংস্কৃতিক সম্পাদক নিশামনি সিনহা, সহ-সাংস্কৃতিক সম্পাদক মেসাইনু মারমা, অমিতাব ভুষণ ত্রিপুরা ও বৈশাখি বেরোনিকা কুবি, ক্রীড়া সম্পাদক কংহ্লা উ মারমা, সহ-ক্রীড়া সম্পাদক অংসা মারমা এবং দপ্তর সম্পাদক শিবরাজ ত্রিপুরা।

উল্লেখ্য, ১৬ ফেব্রুয়ারি (শুক্রবার) বিগত কমিটির সভাপতি মিথুন চাকমা ও সাধারণ সম্পাদক মাধুর্য চাকমার উপস্থিতিতে সংগঠনের সাধারণ সভায় এ নতুন কমিটি ঘোষণা করা হ🐎য়।

Link copied!