• ঢাকা
  • বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ৩০ পৌষ ১৪৩০, ১৫ রজব ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


চুরির ফুলে ইসকন মন্দিরে পূজা


বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ১৪, ২০২৫, ১০:০০ এএম
চুরির ফুলে ইসকন মন্দিরে পূজা
চুরি করা ফুল। ছবি : প্রতিনিধি

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শহীদ নাজ🐟মুল আহসান হল থেকে ফুল চুরির করে ভক্তি কুটির ইসকন মন😼্দিরে পূজা করার অভিযোগ উঠেছে তিন শিক্ষার্থীর বিরু‌দ্ধে।

সোমবার (১৩ জানুয়ারি) ওই হলের প্রভোস্ট অধ্যাপক ড.🔴 কাজী কামরুল ইসলাম এক শিক্ষার্থীকে তিন বস্তা ফুলসহ ওই ম‌ন্দি‌রে হা🙈‌তেনা‌তে ধরেন।

সূ‌ত্রে জানা যায়, ওই ৩ শিক্ষার্থী সকা‌লে হল থে‌কে তিন বস্তা ফুল ক‌রেন। এরপর গার্ডরা হল প্রভোস্ট‌কে জানা‌লে দুপু‌রের দি‌কে তি‌নি হা💞‌তে হা🐻‌তে ধ‌রেন। অভিযুক্ত ওই শিক্ষার্থীর একজন শহীদ নাজমুল আহসান হ‌লের এবং অপর ২ জন শহীদ শামছুল হক হ‌লের।

জানা গে‌ছে, এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলাবিধির ৭নং ধারা অনুযায়ী, শহীদ নাজমুল আহসান হলের একজন শিক্ষার্থীকে জরিমানা করা হয়। অপর দুই শিক্ষꦡার্থীর ছাত্রত্ব না থাকায় তাদের হল থেকে বের হয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড.🧸 আব্দুল আলীম বলেন, “ধর্মীয় প্রার্থনা চুরি করা জিনিস দিয়ে হতে পারে না। অভিযুক্তরা পরিণত🌳 বয়সের শিক্ষার্থী। এটি ক্ষমার অযোগ্য অপরাধ। বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলাবিধি অনুযায়ী তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হ‌য়ে‌ছে।”

Link copied!