জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) দ্বিতীয় ক্যাম♍্পাস সেনাবাহিনীর হাতে হস্তান্তর ও অস্থায়ী আবাসনসহ তিন দাবিতে সচিবালয়ের সামনে সড়ক ♑অবরোধ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
সোমবার (১৩ জানুয়ারি) বিকেল পৌনে ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের দাবি নিয়ে সচিবಌালয়ের সামনের সড়ꦑক অবরোধ করেন।
শিক্ষার্থীদের তিন দাবি হলো- সেনাবাহিনীর কাছে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ হস্তান্তরের চুক্তি অনতিবিলম্বে স্বাক্ষর করতে হবে। পুরান ঢাকার বাণী ভবন ও ড. হাবিবুর রহ𒆙মান হলের স্🎀টিল বেইজড ভবনের কাজ দ্রুত শুরু এবং শেষ করতে হবে। যতদিন অব্দি আবাসন ব্যবস্থা না হয় ততদিন পর্যন্ত ৭০% শিক্ষার্থীর আবাসন ভাতা নিশ্চিত করতে হবে।
এ সময় বোটানি ডিপার্টমেন্টের ১৩ ব্যাচের শিক্ষা🎐র্থী এ কে এম রাকিব বলেন, “অনশনকারী অসুস্থ শিক্ষার্থীরা রিকশায় এবং সাধারণ শিক্ষার্থীরা সচিবালয় অভিমুখে হেঁটে যাত্রা করেন। আমরা আমাদের দাবিগুলো সচিবালয়ে দায়িত্বরতদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। 🅺প্রশাসনের কাছ থেকে সুস্পষ্ট বার্তা আমরা পেতে চাই।”
এর আগে, সোমবার সকাল থেকে ব💫িশ্ববিদ্যালয়ের প্রধান ꩵফটকে তালা লাগিয়ে কমপ্লিট শাটডাউন, ক্লাস-পরীক্ষা বর্জন কর্মসূচি ও অনশন পালন করেন শিক্ষার্থীরা।
অনশন থেকে অসুস্থতার কারণে প্রায় ১৬ শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে উপাচার্য আশ্বꦐাস দিলেও ধর্মঘট ভাঙতে রাজি হননি তারা। সচিবালয়ের সামনে তারা অনশন কর্মসূচি চালিয়ে যাবেন ব✃লেও জানা গেছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম বলেন, “শিক্ষার্থীদের আন্🍸দোলনের ফলেই আমাদের এ কার্যক্রম আরও সহজ ও ত্বরান্বিত হয়েছে। আমাদের কাজ অনেকটা এগিয়ে গেছে। মিটিংয়ে প্রকল্পের অবস্থা বিশ্লেষণ করা হবে। তারপর চূড়ান্ত সিদ্ধান্ত হবে। সভায় আমরা আমাদের দাবির♒ অন্যান্য বিষয়গুলো নিয়ে আলোচনা করব।”