• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


পিএইচডি গবেষকদের ফেলোশিপের জন্য আবেদন আহ্বান, জিপিএ-৩ হলেই সুযোগ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ২৭, ২০২৪, ০২:৫৫ পিএম
পিএইচডি গবেষকদের ফেলোশিপের জন্য আবেদন আহ্বান, জিপিএ-৩ হলেই সুযোগ
পিএইচডি গবেষকদের ফেলোশিপের জন্য আবেদন আহ্বান। ছবিঃ সংগৃহীত

প্রধানমন্ত্রীর শিক্ষাসহায়তা ট্রাস্ট ষষ্ঠ থেকে স্নাতক ও সমমান পর্যায়ে মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে উপবৃত্তি প্রদান, ভর্তি নিশ্চিতকরণে আর্থিক সহায়তা প্রদান, দুর্ঘটনায় গুরুতর আহত শিক্ষার্থীদের মধ্যে এককালীন অনুদান প্রদানসহ এমফিল ও পিএইচডি কোর্সে বৃত্তি ও ফেলোশিপ প্রদান করে। উচ্চশিক্ষায় ফেলোশিপ ও বৃত্তি বাবদ পিএইচডি কোর্সে মাসিক ২৫ হাজার টা🍬কা হারে ফেলোশিপ ও বৃত্তি প্রদান করে। তারই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রীর শিক্ষাসহায়তা ট্রাস্টের আওতায় ২০২৪-২৫ অর্থবছরে বিভিন্ন সরকারি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত পিএইচডি গবেষকদের কাছ থেকে ফেলোশিপের জন্য আবেদন আহ্বান করা হয়েছে। ২২ এপ্রিল থেকে আগামী ২৩ মে পর্যন্ত আগ্রহী গবেষকরা অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রধানমন্ত🍸্রীর🎃 শিক্ষাসহায়তা ট্রাস্টের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

গবেষণার অধিক্ষেত্র হলো—
সামাজিক বিজ্ঞান, কলা ও মানবিক, ব্যবসায় শিক্ষা, সমুদ্রবিজ্ঞান, আইন, ভৌতবিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, বিজ্ঞান, জীববিজ্ঞান, শিক্ষা ও উন্নয়ন, চিকিৎসাবিজ্ঞান, চারু ও কারু, কৃষিবিজ্ঞান ও ধর্মী🔯য় শিক্ষা।

আবেদন যোগ্যতা
শিক🥂্ষাজীবনে ন্যূনতম ২টি প্রথম বিভাগ (জিপিএ-৫ স্কেলে ৩.৫০ এবং ৪ স্কেলে ৩.০০) থাকতে হবে। আবেদনকারীর বয়স আবেদন জম𓆉ার তারিখে বয়স সর্বোচ্চ ৪৫ বছর হতে হবে।

আবেদন পদ্ধতি —
গবেষকেরা অনলাইনে www.eservice.pmeat.gov.bd/mnp আবেদন করবেন। অনলাইনে আবেদনপত্রের সঙ্গে স♉ব শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত অনুলিপি (সনদ ও মার্কশিট), পিএইচডি ꩲকোর্সে ভর্তি ও রেজিস্ট্রেশনের কপি, গবেষণা প্রস্তাবনা, বিভাগীয় প্রধানের প্রত্যয়নপত্র সংযোজন করতে হবে;

অনলাইনে পূরণ করা আবেদনপত্র ডাউনলোড করে সংশ্লিষ্ট কাগজপত্রসহ (২ সেট 🧸আবেদন) আবেদনের শেষ তারিখের মধ্যে অফিস চলাকালীন সরাসরি বা ডাকযোগে প্রধানমন্ত্রীর শিক্ষাসহায়তা ট্রাস্ট, বাড়ি নম্বর-৪৪, সড়ক নম্বর-১২/এ, ধানমন্ডি, ঢাকা-১২০৯ বরাবর পাঠাতে হবে;

সরকারি বা আধা সরকারি অথবা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীকে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনের ক꧒পি সংযোজন করতে হবে;

কর্তৃপক্ষ এ বিজ্ঞপ্তি বাতিল বা পরিবর্তন এবং যেকোনো ꦡআবেদন বিবেচনা বা বাতিলের ক্ষমতা সংরক্ষণ করেন;

বিস্তারিত জানতে প্রধানমন্ত্🏅রীর শিক্ষাসহায়তা ট্রাস্টের ওয়েবস🌸াইটে  এ-সংক্রান্ত নির্দেশিকাসহ অন্য বিষয় জꦐানতে পারবেন আগ্রহীরা। এ ছাড়া প্রার্থীরা ০১৭২৪৫৯৬৬৭৬, ০১৭৭৮৯৫৮৩৫৬, ০১৭৭৮৯৬৪১৫৬ এই হটলাইনে যেকোনো ব্যাপারে যোগাযোগ করতে পারবেন।

আবেদনের শেষ সময়
২৩ মে, ২০২৪

 

Link copied!