প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের (ডিজি) দায়িত্ব পেয়েছেন ড. মো🏅. আব্দুল হাকিম। বুধবার (১১ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে নতুন ডিজি পদায়ཧনের এ তথ্য জাননো হয়।
এর আগে বিতর্কিত সাবেক ডিজি আব্দুস সামাদকে আন্দোলনের মুখে 🤪দুপুরে ওএসডি করা হয়।
অতিরিক্ত সচিব আব্দুস সামাদ ৫ জুন প্রা🔯থমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের দায়িত্ব পান।
বিসিএস (প্রশাসন) ক্যাডারের পঞ্চদশ ব্যাচের এ কর্মকর্তা তার আগে বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান-স্পারসোর চেয়ারম্যান ছিল𝄹েন।
২০২৩ সালের ২৩ অগাস্ট ভারতের চন্দ্রযান-৩ চাঁদে পৌঁছানোর পর বাংলাদেশের বিশেষায়িত প্রতিষ্ঠান স্পারসোর কর্মকাণ্ড নিয়ে ফেসবুকে ব্যাপক আলোচনা হয়।
স্পারসোর চেয়ারম্যানের দায়িত্বে কৃষিতে স্নাতক🃏 ডিগ্রিধারী এ অতিরিক্ত সচি🎉বকে নিয়ে আলোচনার মধ্যে তাকে সংসদ সচিবালয়ে বদলি করা হয়।