সিলেটের কোম্পানীগঞ্জের এম সাইফুর রহমান ডিগ্রি কলেজের অধ্যক্ষ নজরুল ইসলাম কর্তৃক শারীরিকভাবে লাঞ্ছিত হয়েছেন ওই কলেজের সিনিয়র প্রভাষক ইকবাল হোসেন। এ ঘটনায় সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দায়ীদের সর্বোচ্চ বিচারের দাবিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে 💟মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৯ আগস্ট) দুপুর ১♒২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে সমাজকর্ম সমিতি ও সমাজকর্ম অ্যালামনাই অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তারা বলেন, অধ্যক্ষ কর্তৃক শিক্ষক লাঞ্ছিত হওয়ার ঘটনা যেন ꩵবাংলাদেশে আর না ঘটে। এ ধরনের পরিবেশ আমরা চাই না। আমরা আজকের এ মানববন্ধন থেকে এটাই পরিষ্কার বলতে চাই যে এম সাইফুর রহমান ডিগ্রি কলেজের অধ্যক্ষ একটা শিক্ষা প্রতিষ্ঠানে শিষ্টাচার ভঙ্গ করে যে অনৈতিক ও ঘৃণিত কাজ করেছেন সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রশাসন তার ব্যবস্থা নিতে হবে। আর যে অপরাধ তিনি করেছেন সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবেন। আমরা মনে করি, এ ধরনের জঘন্য কাজ যে অধ্যক্ষ করতে পারেন, তিনি একটা প্রতিষ্ঠানের প্রধান হিসেবে থাকতে পারেন না।
বক্তারা আরও বলেন, এ মানববন্ধন থেকে আমরা সেই অধ্যক্ষের 👍অপসারণ দাবি করছি। সেই সঙ্গে ইকবাল যে আইনি লড়াইয়ে যাচ্ছেন, সেখানেও যেন সে সুষ্ঠু বিচার পান। আমরা আরও বলতে চাই, বাংলাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে যেন সুষ্ঠু কর্ম পরিবেশ বজায় থাকে। কোথাও যেন এই ধরনের পেশিশক্তি দ্বারা শিক্ষাপ্রতিষ্ঠানের নিয়মশৃঙ্খলা ভঙ্গ না হয়। আমাদের কর্মপরিবেশ নষ্ট না হয়। শিক্ষার পরিবেশ নষ্ট না হয়। প্রশাসন সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে।
মানববন্ধনে সমাজকর্ম সমিতির সাধারণ সম্পাদক আকরাম হোসেনের সঞ্চালনায় বক্তব্য দেন সমাজকর্ম সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. ইসমাইল হো🥃সেন, সমাজকর্ম অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ আলী ওয়াক্কাস, সমাজকর্ম বিভাগের সহকারী অধ্যাপক কৃত্তিবাস পাল।
এ সময় আরও উপস্থিত ছিলেন সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. তুলসী কুমার দাস, অধ্যাপক ড. নিয়াজ আহম্মেদ, অধ্যাপক ড. ফয়সাল আহম্মদ, অধ্যাপক মুহ. মিজানুর রহমান, অধ্যাপক﷽ ড. শফিকুর রহমান চৌধুরী। এছাড়া এসময় সমাজকর্ম বিভাগের বিভি✃ন্ন বর্ষের শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।
এর আগে ২৩ আগস্ট শিক্ষকদের এক সভায় কলেজের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়। আলোচনায় অধ্যক্ষের কিছু ক🤪থায় সম্মতি না দেওয়ায় সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক ইকবাল হোসেনকে অকথ্য ভাষায় গালমন্দ ও মারধর করে আহত করেন অধ্যক্ষ নজরুল ইসলাম। ইকবাল হোসেন শাবিপ্রবির সমাজকর্ম বিভাগের ১৯৯৫-৯৬ সেশনের শিক্ষার্থী ছিলেন এবং বর্তমানে তিনি এম সাইফুর রহমান ডিগ্রি কলেজে প্রভাষক হিসেবে দায়িত্ব পালন করছেন।