পাবনায় শারভিন সুলতানা নামের এক বিশ্ববিদ্যালয় 🅷শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (২৫ মার্চ) দুপুর ১২টার দিকে পাবনা শহরের মুনসুরাবাদ আবাসিক এলাকার একটি বাসা থেকে তার ঝুল𒁃ন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
শারভিন সুলতানা পাবনা বিজ্ঞান𝓡 ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ১০ ব্যাচের শিক্ষার্থী। তিনি মেহেরপুরের সালদা থানা এলাকার আজিজুল ইসলামের মেয়ে।
বিষয়টি নিশ্চিত করে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. কামাল হোসেন বলেন, “আমরা খবর পেয়ে মাত্র এখানে এসেছি। রশি কেটে মরদেহ নামানো হলো। এখনো বিস্তারিত কিছু পাইনি। পরে বিস্তারꦍিত বলা যাবে।”
🍒পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রও♏শন আলী বলেন, “খবর পেয়ে পুলিশ গেছে। আমিও রওনা দিয়েছি। এখনো পৌঁছায়নি। পরে বিস্তারিত বলতে পারব।”