‘দ্রোহের ঘ্রাণে প্রাচীর ভাঙো, উড়তে দাও শব্দফড়িং’ 🌼স্লোগানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) সোমবার (১৮ সেপ্টেম্বর) থেকে শুরু হচ্ছে চার দিনব্যাপী ‘কবি মোহাম্মদ রফিক আবৃত্তি উৎসব-২০২৩’।
সদ্যপ্রয়াত কবি মোহাম্মদ রফিক স্মরণে এ উৎসবের আয়োজন করেছে বিশ্ববꦰিদ্যালয়ের আবৃত্তি সংগঠন ‘ধ্বনি’।
সোমবার বেলা ১১টায় অমর একুশের পাদদেশ থেকে আনন্দ মিছিলের মাধ্যমে পর্দা উঠবে এবারের উৎসবের। আগামী ২২ সেপ্টেম্বর গুণীজন সম্মাননার মাধ্যমে এ অনুষ্ঠান শেষ হবে। উৎসবের পরিবেশনাগুলো প্রতিদিন সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের সেলিম🌌 আল দীন মুক্ত মঞ্চে পরিবেশিত হবে।
উৎসবের দ্বিতীয় দিন ধ্বনির প্রযোজনায় এবং মাহাজাবিন সাওদা জাহানের গ্রন্থনা ও নির্দেশনায় ‘তোমার🍬 আমার এই যুদ্ধক্ষেত্রে’ পরিবেশিত হবে। এছাড়াও এদিন একক আবৃত্তি করবেন মাহমুদা আখতার ও শিমুল সালাহউদ্দ🍷িন।
তৃতীয় দিন স্টামফো🌌র্ড ইউনিভার্সিটি সাহিত্য ফোরামের প্রযোজনায় ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’ এবং কবি মোহাম্মদ রফিক স্মরণে স্মৃতি পাঠ ও নিরবতা পালন অনুষ্ঠিত হবে। এছাড়াও এ বছর উৎসবের শেষদিন প্রখ্যাত কথাসাহিত্যিক, গবেষক ও প্রাবন্ধিক আকিমুন রহমানকে গু🍃ণীজন সম্মাননা প্রদান করবে সংগঠনটি।