• ঢাকা
  • মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪, ১ পৌষ ১৪৩১,

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


যমজ ও ভাই-বোনদের একই স্কুলে ভর্তির দাবি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ১৬, ২০২৪, ০১:৪৫ পিএম
যমজ ও ভাই-বোনদের একই স্কুলে ভর্তির দাবি
যানজটে কাহিল শিক্ষার্থীরা। ছবি: সংগৃহীত

যানজটের দিক থেকে ঘনবসতিপূর্ণ ও পৃথিবীর অন্যতম ব্যস্ত শ🌳হর রাজধানী ঢাকা। ভয়াবহ যানজটের কারণে প্রতিদিন অসহনীয় দুর্ভোগ পোহাতে হয় নগরবাসীর। শিক্ষাপ্রতিষ্ঠানে সন্তানদের আনা নেওয়ার 🐎ক্ষেত্রে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েন অভিভাবকরা।

এমন পরিস্থিতিতে যানজটে শিক্ষার্থীদের দুর্ভোগ নিরসনে জমজ ও ভাই-বোনদের একই স্কুলে ভর্তির দাবি জানালেন অভিভাবকরা। এ ব্যাপারে শিক্ষা উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছেন মত🌠িঝিল আইডিয়াল স্কুল এন্ড কলেজের অভিভাবকদের পক্ষ থেকে মো. শাহাদাৎ ঢালী। 

স্মারকলিপিতে বলা হয়েছে, ঘনবসতিপূর্ণ রাজধানীতে যাতায়াতব্যবস্থা যেমন কঠিন, তেমনি ব্যয়বহুল ও সময়সাপেক্ষ। ‘ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট’ꦬ-এর হিসেব অনুযায়ী ঢাকায় যানজটের কারণে দৈনিক প্রায় ৮২ লাꦅখ কর্মঘণ্টা নষ্ট হচ্ছে।

এ পরিস্থিতি বিবেচনায় অভিভাবকরা স্মারকলিপিতে বলেন, শিক্ষার্থী ও অভিভাব♛কদের ভোগান্তির কথা মাথায়🎀 রেখে মতিঝিল আইডিয়াল স্কুল এন্ড কলেজে অধ্যয়নরত শিক্ষার্থীদের যমজ ও সহোদর ভাই অথবা বোনদের একই স্কুলে শতভাগ ভর্তির দাবি জানাচ্ছি।’

স্মারকলিপিতে আরও বলা হয়, সহোদর ও জমজ ভাই-বোনদের আলাদা স্কুলে পড়ানোর ফলে তাদের আ✨না-নেয়ার ক্ষেত্রে যানজটের ভোগান্তিতে পড়তে হয়। এক স্কুল থেকে অন্য স্কুলে যাতায়াতে যেমন কর্ম♕ঘণ্টা নষ্ট হয়, তেমনি অতিরিক্ত অর্থ ব্যয়সহ অভিভাবকদের সহ্য করতে হয় অসহনীয় ভেগান্তি।

শিক্ষার্থী ও অভিভাবকদের সুবিধার কথা মাথায় রেখে যমজ ও সহোদরদের শতভাগ ভর্তির দাবি জানিয়ꦓে শিক্ষা মন্ত্রণালের পাশাপাশি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্ট দপ্তরে স্মরকলিপিটি জমা দেয়া হয়েছে।

Link copied!