বিদেশি শিক্ষার্থীদের দুঃসংব🎐াদ দিল কানাডা। দেশটির অভিবাসনবিষয়ক মন্ত্রী মার্ক মি💙লার সম্প্রতি জানিয়েছেন, বিদেশি শিক্ষার্থীদের আবেদনের খরচ বাড়িয়ে দ্বিগুণ করা হয়েছে, যা কার্যকর হবে আগামী বছরের ১ জানুয়ারি থেকে।
দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম সিবিসি জানিয়েছে, কানাডায় উচ্চশিক্ষা গ্রহণে আগ্রহীদের এত দিন ব্যাংক ডিপোজিটে ১০ হাজার ডলার দেখাতে হতো। নতুন বছরে চালু হতে যাওয়া নিয়ম অনুসার🍌ে, এখন থেকে শিক্ষার্থীদের ব্যাংকে ২০ হাজার ৬৩৫ ডলার দেখাতে হ🅠বে।
কানাডার অভিবাসনবিষয়ক মন্ত্রী মার্ক মিলার বলেছেন, কানাডায় পড়তে যাওয়ার জন্য যে যে শর্ত আছে, সেগুলোর সঙ্গে জীবনযাত্রার ব্যয়ের বিষয়টি সময়ের সঙ্গে সঙ্গে সমন্বয় করা হয়নি। ফলে কানাডায় উচ্চশিক্ষা গ্রহণ করতে যাওয়া শিক্ষার্থীরা দেখতে পান, সেখানে থাকার মতো পর্যাপ্ত অ💧র্থ তাদের কাছে নেই।
বিদেশি শিক্ষার্থীরা বর্তমানে কানাডায় সপ্তাহে ২০ ✨ঘণ্টা কাজের অনুমতি পান। এ সময়সীমা🔥 বাড়ানোর ইঙ্গিত দেন মিলার।