১২ মে চলতি বছরের এসএসসি পরীক্ষার ফল প্রকাশিত হয়। এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের একাদশে ভর্তি প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে। হলি ক্রস কলেজে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিতে আবেদন শুরু ২৬ মে। এসএসসি ไপরীক্ষায় প্রাপ্ত জিপিএ এবং লিখিত পরীক্ষার (সিলেকশন টেস্ট) ভিত্তিতে নির্বাচিত শিক্ষার্থীদের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে।
আবেদনের যোগ্যতা
বিজ্ঞান বিভাগ
এসএসসি পরীক্ষায় জিপিএ🍷–৫ থাকতে হবে (উচ্চতর গণ👍িত ও জীববিজ্ঞান থাকতে হবে)।
মানবিক বিভাগ
এসএসসি পরীক্ষায় জিপিএ–৫–এ📖র মধ্যে কমপক্ষে ꧟৩ থাকতে হবে।
ব্যবসায় শিক্ষা
এসএসসি পরীক্ষায় জিপিএ–৫–এর মধ্যে ꦗকমপক্ষে ৪ থাকতে হবে।
বিভাগ পরিবর্তনের ক্ষেত্রে
বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা বিভাগে ৪ ও🧜 তদূর্ধ্ব জিপিএপ্রাপ্তরা মানবিকে আবেদন করতে পারবে। বিজ্ঞান বিভাগের ৪.২৫ ও তদূর্ধ্ব জিপিএপ্রাপ্তরাও ব্যবসায় শিক্ষায় আবেদন করতে পারবে।
আবেদনের পদ্ধতি
ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থীরা ২৬ থেকে ২৯ মে সকাল আটটার মধ্যে ক্লিক করে অথবাতে Admission>Admission Ap♔plication–এ ক্লিক করে আবেদন ফরম পূরণ করতে পারবে। ফরম পূরণের পর বিকাশের মাধ্যমে চার্জসহ মোট ৩০০ টাকা জমা দিয়ে ফরম সাবমিট করতে হবে। বিকাশ পেমেন্টের পর আবেদন ফরম ও পারমিট স্লিপ ডাউনলোড করা যাবে। আবেদন ফরম ও পারমিট স্লিপ ডাউনলোড দিয়ে প্রিন্ট কপি সংগ্রহ করতে হবে। ভর্তিসংক্রান্ত যেকোনো কাজে পারমিট স্লিপ অবশ্যই সঙ্গে আনতে হবে।
লিখিত পরীক্ষা (সিলেকশন টেস্ট)
বিজ্ঞান বিভাগ ৩১ মে, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগ আগামী ১ জুন অনুষ্ঠিত হবে। পরীক্ষার আসন ব্যবস্থাপনা ৩০ মে বিকেল পাঁ🦋চটার পর কলেজের ওয়েবসাইটে www.hcc.edu.bd তে প্রকাশ করা হবে।
ফল প্রকাশ
চূড়ান্তভাবে নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা ৬ জুন বেলা একটার পর কলেজের ওয়✃েবসাইট, ফেসবুক পেজ ও কলেজের নোটিশ বোর্ডে প্রকাশ করা হবে।
লিখিত পরীক্ষার বিষয়
২০২৪ সালের সিলেবাস অনুযায়ী সিলেকশন টেস্ট হবে।
বিজ্ঞান বিভাগ: বাংল♒া, ইংরেজি, পদার্থবিজ্ঞান, রসায়ন, উচ্চতর গণিত ও জীববিজ্ঞান
মানবিক বিভাগ: বাংলা, ইংরেজি, সাধারণ গণিত, ভূগোল, পৌরনীতি, অর্থনীতি, ইতি𒁃হাস ও 🍷সাধারণ জ্ঞান
ব্যবসায় শিক্ষা বিভাগ: বাংলা, ইংরেজি, সাধারণ গণ🌺িত, হিসাববিজ্ঞান, ফিন্যান্স ও ব্যাংকিং, ব্যবসায় উদ্যোগ ও সাধা🥀রণ জ্ঞান
আসনসংখ্যা
বিজ্ঞান বিভাগ: ৭৮০
ব্যবসায় শিক্ষা বিভাগ: ২৭০
মানবিক বিভাগ: ২৬০। মোট ১ হাজার 🅠৩১০ আসনে শিক্ষার্থী ভর্তি হওয়ার সুযোগ পাবে।