উত্তরের অন্যতম শিক্ষাপ্রতিষ্ঠান পাবনা ক্যাডেট কলেজ তার সাফল্যের ধারাবাহিকতা অব্🌸যাহত রেখেছে। চলতি বছরের এসএসসি পরীক্ষায় ৫০ জন শিক্ষার্থী অংশ নিয়ে সবাই জিপিএ-৫ প♛েয়েছে।
রোববার (১২ মে) প্রকাশিত ফলাফলের ভিত্💙তিতে এ তথ্য নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিসেস সিতারা আমিন।
সিতারা আমিন বলেন, “এ সাফল্য শু💖ধু প্রতিষ্ঠানের নয়, প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত সবার।”
এমন সাফল্যে সকল কর্মকর্তা,🍃 শিক্ষক, অভিভাবক ও পরীক্ষার্থীদের প্রাণঢালা অভিনন্দন জানান সিতারা আমিন।
এবারের পরীক্🌃ষায় শিক্ষাপ্রতিষ্ঠানের দিক দিয়ে পরীক্ষার্থীর তুলনায় সর্বোচ্চসংখ্যক জিপিএ-৫ নিয়ে তালিকার শীর্ষে রয়েছে নরসিংদীর নাছিমা কাদির হাই স্কুল। স্কুলটির ২৮৫ জন শিক্ষার্থীর ২৮৪ জনই জিপিএ-৫ পেয়েছে এবং শতভাগ শিক্ষার্থী পাস করেছে।
তালিকার দ্বিতীয় অবস্থানে আছে ঢা💜কার রাজউক উত্তরা মডেল স্কুল। ৭৮০ জন পরীক্ষার্থীর মধ্যে ৭৫৮ জনই জিপিএ-৫ পেয়েছে এবং শত🃏ভাগ শিক্ষার্থী পাস করেছে।
তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে রাজধানীর হলি ক্রস গার্লস হাই স্কুল। ২৩১ জন পরীক্ষার্থীর মধ্যে ১৮৫ জন জিপিএ-৫ পেয়েছে এবং স্কুলটির পাসের হার ৯৯ দশম𒅌িক ৫৭ শতাংশ।
তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছে শহীদ বীর উত্তম আনোয়ার গার্লস স্কুল। ৬৭৯ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৪৯৯ জন এবং স্কু🗹লটির পাশের হার শতভাগ।
তালিকায় পঞ্চম অবস্থানে রয়েছে আদমজী ক্🐓যান্টনমেন্ট স্🔯কুল। ৭৩৩ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৬২২ জন এবং স্কুলটির পাসের হার শতভাগ।
তালিকায় ষষ্ঠ অবস্থানে রয়েছে ঢাকা রেসিܫডেন্সিয়াল মডেল স্কুল। ৫৬১ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ 🌠পেয়েছে ৪০৫ জন এবং স্কুলটির শতভাগ শিক্ষার্থী পাস করেছে।
তালিকায় সপ্তম অবস্থানে রয়েছে ভিকারুননিসা নুন স্কুল। ২ হাজার ১৯৫ পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়ꦇেছে ১ হাজার ৫২৮ জন। অকৃতকার্য হয়েছে ৩৪ জন, পাসের হার ৯৮ দশমিক ৪৫ শতাংশ।
তালিকায় অষ্টম অবস্থানে রয়েছে সেন্ট জোসেফ হাই স্কুল। ১৬৪ জন পরী🍸ক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৩৮ জন এবং স্কুলটির পাসের হার শত💧ভাগ।
তালিকায় নব⛎ম অবস্থানে রয়েছে সেন্ট গ্রেগরি হাই স্কুল। ২৫১ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৫৯ জন 🎉এবং প্রতিষ্ঠানটির পাসের হার শতভাগ।
তালিকায় দশম অবস্থানে রয়েছে মতিঝিল আইডিয়াল স্কুল। ২ হাজার ৪১১ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৯৫৬ জ♔ন এবং স্কুলটির𝔍 পাসের হার ৯৯ দশমিক ৫৯ শতাংশ।
এবার এসএসসি পরীক্ষায় গড় পাস করেছে ৮৩ দশমিক ০৪ শ😼তাংশ শিক্ষার্থী। ছাত্রীদের পাসের হার ৮🍒৪ দশমিক ৪৭ শতাংশ, ছাত্রদের পাসের হার ৮১ দশমিক ৫৭ শতাংশ।
এবার ১১ඣটি শিক্ষা বোর্ডের অধীনে মোট ২০ লাখ ২৪ হাজার ১৯২ জন পরীক্ষার্থী এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিয়েছে। এর মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থী ১৬ লাখ ৬ হাজার ৮ꦬ৭৯ জন।
মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষা দিয়েছে ২ লাখ ৪২ হাজার ৩১৪ জন। কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসিꦿ (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় অংশ নিয়েছে এক✅ লাখ ২৬ হাজার ৩৭৩ জন।