ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগে নিজ খরচে দুই বছর মেয়াদি প্রফেশনাল এমএ ইন ইসলামিক ♋স্টাডিজ প্রোগ্রামে ꦆঅষ্টম ব্যাচে (জুলাই ২০২৪) ভর্তির জন্য শিক্ষার্থীদের কাছ থেকে নির্ধারিত ভর্তি ফরমে আবেদনপত্র আহ্বান করা হয়েছে। অনলাইনে আবেদন করা যাবে আগামী ১৩ জুন পর্যন্ত।
প্রফেশনাল এমএ ইন ইসলামিক স্টাডিজ প্রোগ্রামের মেয়াদ দুই বছর। প্রতি শুক্র ও শনিবার বিকেল থেকে রাত𓂃 পর্যন্ত ক্লাস হবে। ⛄প্রোগ্রামটি ৬ মাস করে মোট ৪ সেমিস্টারে শেষ হবে। প্রতি সেমিস্টার শেষে ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হয়ে থাকে।
আবেদনের যোগ্যতা
যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক (সম্মান) অথবা পাস/সমমান ডিগ্রিধারীরা ভর্তির জন্য আবেদন করতে পারবেন। কোনো পরীক্ষায় তৃত🌟ীয় শ্রেণি প্রাপ্তরা আবেদনের অযোগ্য বলে বিবেচিত হবেন। গ্ܫরেডিং পদ্ধতিতে জিপিএ/সিজিপিএ–২.৫-এর নিচে হলে আবেদন করতে পারবেন না।
ভর্তি ফরম ও জমা
আগামী ১৩ জুন পর্যন্ত অফিস চলাকালে ভর্তি ফরম সংগ্রহ করা যাবে। ১ হাজার ৫০০ টাকার বিনিময়ে সঠিকভাবে পূরণ করা ভর্তি ফরম এবং প্রয়োজনীয় কাগজপত্র ওই সময়ের মধ্যে বিভাগীয় অফিসে জমা দিতে হবে। জমার সময়ই ভর্তি পরীক্ষার প্রবেশপত্র♏ নিতে হবে আবেদনকারীদের।
আগামী ২৯ জুন বেলা ৩টা ৩০ মিনিটে ১০০ নম্বরের এমসিকিউ পদ্ধতির পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। নম্বর বণ্টন বাংলা-২০, ইংরেজি-২০, সা♊ধারণ জ্ঞান-২০ ও ইসলামিক স্টাডিজ-৪০। ন্যূনতম পাস নম্বর ৪০। ইসলামিক স্টাডিজ বিভাগে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
প্রোগ্রামের খরচ
প্রোগꩲ্রামের ফি ১ লাখ ২৫ হাজার টাকা। এর মধ্যে ভর্তির ফি, রেজিস্ট্রেশন ফি ও সেমিনার ফি বাবদ ২৫ হাজার টাকা। এ টাকা ভর্তির সময় দিতে হবে। এ ছাড়াও প্রতি সেমিস্টারে কোর্স ফি, মৌখিক পরীক্ষা ও অন্যান্য ফি বাবদ ২৫ হাজার টাকা করে ৪ সেমিস্টারে প্রদেয় এক লাখ♈ টাকা।