ফেনীর দাগনভূঞার উপজেলার সিন্দুরপুর ইউনিয়নে রোববার (১৫ মে) গভীর রাতে হিন্দু সম্প্রদায়ের দুটি বাড়ির ৭টি🔯 খড়ের গাদায় আগুন লাগিয়ে দেয় দুর্বৃত্তরা। এতে খড়ের গাদাগুলো পুড়ে ভস্মীভূত হয়ে যায়। এ ঘটনায় সংখ্যালঘু পরিবারের মাঝে ভীতসন্ত্রস্🔯ত পরিবেশ বিরাজ করছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার সিন্দুরপুর ইউনিয়নের নারায়নপুর গ্রামের দত্তবাড়ী, ধোপা ও শীল বাড়ীর সন্তোষ, নির্মল, অনিল,൩ বিনোদ শীল, খোকন শীল, নেপাল দাশ ও রবি রায়ের মালিকীয় খড়ের গাদায় রোববার গভীর ♛রাতে একযোগে আগুন লাগিয়ে দেয় দুর্বৃত্তরা। আগুনের তাপে বাড়ির লোকদের শোরগোলে প্রতিবেশীরা এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
ক্ষতিগꦅ্রস্থ পরিবার জানায়, তারা দুর্বৃত্তদেরকে চিনেনি ও দেখেনি। তবে, দীর্ঘদিন পর্যন্ত মাঝে মাঝে তাদের বাড়িতে ঢিল ছুঁড়ে আতঙ্খিত করত। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে সে বিষয়ে তারা কিছু জানায়নি।
দাগনভূ⛎ঞা থানার ওসি মো. হাসান ইমাম জানান, এ ঘটনায় তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এর আ𝓀গে, সোমবার দুপুরে এএসপি মাসুকুর রহমান, এএসপি নাদিয়া ফারজানা, দাগনভূঞা থানার ওসি মো. হাসান ইমাম, স্থানীয় ইউপি চেয়ারম্যান নূর নবী, ফেনী জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অনিল নাথ, সহ-সভাপতি অনিল বণিক, সাংগঠনিক সম্পাদক মরণ চন্দ্র মজুমদার, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য সুমন চন্দ্র ভৌমিকসহ জেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন।