নারায়ণগঞ্জের রূপগঞ্জে এম হো🦩সেন কটন এন্ড 🌳স্পিনিং মিলের ইউনাইটেড লেদার কেমিকেলের গোডাউনে আগুনের ঘটনা ঘটেছে।
বু🍸ধবার (৪ আগস্ট) দুপুরে উপজেলার তারাবো পৌরসভার মৈকুলী এলাকায় এ অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও শ্রমিকরা জানান, লকডাউনের কারণে কারখানাটি বন্ধ ছিল। বুধবার দুপুরে হঠাৎ করে আগুন ধরে যায়। আগুন জ্বলতে থাকলে কারখানার অন্য ভবনের শ্রমিকরা ছোটাছুটি করতে থাকে। আগুনের লেলিহান শিখা চা🎐রদিকে ছড়িয়ে যেতে থাকে। এ সময় পুরো এলাকায় মানুষের মাঝে আগুন আতঙ্ক ছড়িয়ে পড়ಌে।
ঢাকা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উপপরিচালক দিনমনি শর্মা বলেন, “আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট প্রায় ৩ ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণ আনে। ততক্ষণে কারখানাꦿয় থাকা প্লাস্টিক জাতীয় মালামাল পুড়ে গেছে।
তাৎক্ষণিক ভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি কর্তৃপক্ষ। আগুন নিয়ন꧃্ত্রণে চলে এসেছে। কোনো প্রকার 🧔হতাহতের ঘটনা ঘটেনি।
ঘটনাস্থল পরিদর্শন করেন, উপজেলা নির্বাহী🅷 অফিসার (ইউএনও) শাহ্ নূসরাত জাহান, গ সার্কেলের সহকারী পুলিশ সুপার আবির হোসেন।