সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় হাওরের পানিতে ডুবে চাচাতো ভাই-বো🎃নের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৪ অক্টোবর) দুপুরে উ꧟পজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নে এ ঘটনা ঘটে। ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য লিটন চন্দ্র বর্মন বিষয়টি নিশ্চিত করেন।
তারা হলেন সুখাইড় রাজা🎶পুর উ🦩ত্তর ইউনিয়নের নোয়াগাঁও নতুন হাটি গ্রামের বাসিন্দা মো. মামুন মিয়ার ছেলে আলহাম মিয়া (৫) ও মো. খোকন মিয়ার মেয়ে নোহা আক্তার (৪)।
পরিবার সূত্রে জানাಞ যায়, আলহাম ও নোহা বাড়ির উঠানে খেলাধুলা করছিল। পরে তাদের বাড়ির উঠানে দেখতে না 𒊎পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করা হয়। দুপুর একটার দিকে বসত বাড়ি থেকে খানিকটা দূরে পানির মধ্যে তাদের ভাসমান অবস্থায় দেখতে পাওয়া যায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে পাশের জামালগঞ্জ উপজেলার স্বাস্থ্য কপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।