টাকা চুরির অপবাদ সইতে না পেরে নোয়াখা🔯লীতে মো. সোহেল (২০) নামের 🎀এক যুবক আত্মহত্যা করেছে।
শনিবার (১৪ মে) সেনবাগ উপজেলায় এ ঘটনা ঘটে। মৃত সোহেল ভোলার তজুমউদ্দিন উপজেলার কাজীকান্দি গ্রামের হানিফ খন্দকারের বাড়ির আবুল কাশেমের ছেলে। তারা সপরিবারে সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়ন꧒ের আজিজপুর গ্রামে🌼র আজিজ মোল্লার বাড়িতে ভাড়া বাসায় বসবাস করেন।
স্থানীয়রা জানায়, সোহেলের বোন নার্গিস আকতারের ৫ হাজার টাকা খোয়া যায়। ওই ঘটনায় শনিবার সকালে নার্গিস সোহেলকে চোর হিসেবে সন্দেহ করে 🐭বকাঝকা করে। এতে সোহেল সকাল ১০টার দিকে বোনের ভাড়া করা কক্ষে গিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে সেনবাগ থানার এসআই বিকাশের নেতৃত্বে একদল পুলিশ বেলা ১২টার দিকে ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল রিপোর্ট সম্পন্ন শেষে লাশ উদ্ধার করে ময়নাতদন্তে꧃র জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
নিহতের বোন শাহানাজ আক্তার নিপু জানায়, তার ভাই সেনবাগের বিভিন্ন স্থানে ভ্যানগাড়ি দিয়ে আনারস বিক্রি করেতো। তারা সপরিবারে সেনবাগের ছরিম মুন্সির হাট ও আজিজপুর গ্রামে ভাড়া বাসায় থাকেন।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন🎐 পাটোয়ারী বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় প্রাথমিকভাবে অপমৃত্যুর মামলা করা হয়েছে। ময়๊নাতদন্তের রিপোর্ট হাতে পেলে পরবর্তী আইনী ব্যবস্থা নেওয়া হবে।