সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনায় আরও দুইজনের মরদেহের অংশবিশেষ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। এ নিয়ে ৪৩ জনে💦র মরদেহ উদ্ধার করা হলো।
মঙ্গলবার 🔯(৭ জুন) দুপুর ১টাꦬর দিকে সেগুলো উদ্ধার করা হয়।
গণমাধ্য🌟মে তথ্যটি ন🐼িশ্চিত করেছেন ফেনী ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক পূর্ণ চন্দ্র মুৎসুদ্দি।
ফায়ার সার্ভিস জানিয়েছে, ধারণা করা হচ্ছে, উদ্ধার হওয়া দুটি লাশের মধ্যে একটি লাশ ফায়ার সার্ভিসের এক কর্মীর🌞 ও অপর লাশটি কারখানার নিরাপত🌠্তা প্রহরীর।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের বিভাগীয় উপপরিচালক আনিসুর রহমান বলেন, “উদ্ধার হওয়া মরদেহ দুটি চট্টগ্রাম মেডিকেল ক🧸লেজ হাসপাতালে পাঠান⛎ো হয়েছে। ডিএনএ পরীক্ষার পর পরিচয় নিশ্চিত হওয়া যাবে।
শনিবার (৪ জুন) দিবাগত রাতে সীতাকুণ্ডের বিএম কনটেইন𓂃ার ডিপোতে আগুন লাগে। এ ঘটনায় সর্বশেষ তথ্যানুযায়ী এখন পর্যন্ত ৪৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।