নরসিংদীর 💛রায়পুরায় মেঘনা নদী থেকে অজ্ঞাতনামা এক নারীর (৫৫) লাশ উদ্ধার করেছে ভৈরব নৌ থানা-পুলিশ।
বৃܫহস্পতিবার (২১ জু𓂃লাই) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার তুলাতুলি গ্রামসংলগ্ন মেঘনা নদীর পাড় থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।
ভৈরব থানার উপপরিদর্শক (এসআই) রা𒀰সেল মিয়া জানান, স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে অজ্ঞাতনামা এক নারীর ম♔রদেহ উদ্ধার করা হয়। লাশটি ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।