• ঢাকা
  • রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ ১৪৩১, ২১ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


ইউটিউব দেখে ‘ব্ল্যাক রাইস’ চাষে নাহিদের সাফল্য


টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: মে ২৩, ২০২৩, ১২:৫১ পিএম
ইউটিউব দেখে ‘ব্ল্যাক রাইস’ চাষে নাহিদের সাফল্য

টাঙ্গাইলের বাসাইলে পুষ্টিগুণসমৃদ্ধ ‘ব্ল্যাক রাইস’ ♛ধা𝓡ন চাষে সাফল্য পেয়েছেন তরুণ কৃষি উদ্যোক্তা নাহিদ মিয়া (২৪)। পড়াশোনার পাশাপাশি শখের বশে ৫০ শতাংশ জমিতে এ ধানের চাষ করেছেন তিনি।

উপজেলার কাউলজানী ইউনিয়নের সেহরাইল গ🎉্রামে নাহিদ মিয়ার ধানক্ষেত। তিনি বাসাইল পৌরসভার পশ্চিম পাড়া গ্রামের নাছির 🌺উদ্দিনের ছেলে ও সরকারি সা’দত কলেজের ডিগ্রি প্রথম বর্ষের ছাত্র।

খোঁজ নিয়ে জানা যায়, নিজেদের ৫০ শতাংশ জমিতে নিজ উদ্যোগে ‘ব্ল্যাক রাইস’ ধান চাষ করেছেন নাহিদ। তার ধানক্ষেত দেখতে 𒉰অনেকেই ভিড় করছেন। অনেক কৃষক ‘ব্ল্যাক রাইস’ চাষ করার আগ্রহ প্রকাশ করেছেন।

তরুণ কৃষি উদ্যোক্তা নাহিদ মিয়া জানান, ইউটিউবে প্রথম এ ধানের চাষাবাদের বিষয়ে দেখেন ও বিস্তারিত জানেন। পরে অনলাইনে থেকে ‘ব্ল্যাক রাইস’ ধানের বীজ সংগ্রহ করেন। ৫০০ টাকা কেজি দরে ভিয়েতনামি ব্ল্যাক রাইসের ৫ কেজি ধান বীজ সংগ্রহ করেন। 🥃৫০ শতাংশ জমিতে ধান চাꦬষ করতে মোট খরচ হয়েছে ৬-৭ হাজার টাকা। এই ধান তিন মাসের মধ্যে কাটা যায়। তিনি আশা করছেন ৫০ শতাংশ জমিতে ৪০-৪৫ মণ ধান পাবেন।

নাহিদ মিয়া আরও জানান, পড়াশোনার পাশাপাশি শখের বসে এই ধান প্রথমবারের মতো চাষ করেছেন। জমিতে ধানের বাম্পার ফলন হয়েছে। তি💫নি আশা ক🅠রছেন এই ধান চাষ করে লাভবান হবেন। সামনের বছর আরও বেশি করে ‘ব্ল্যাক রাইস’ ধান চাষ করেন।

টাঙ্গাইলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আহসানুল বাসার বলেন, “ব্ল্যাক রাইস ধানটি অনুমোদিত বীজ থেকে উৎপাদন করা হয়নি বিধায়🎀 এ বিষয়ে আমি বক্তব্য দিতে রাজি নই।”

Link copied!