চাঁদপুরের কচুয়ায় ধর্মানুভূতিতে আঘাত করে ফেসবুকে বিরূপ মন্তব্য করায় হৃদয় চন্দ্র দাস (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৭ জুন) দুপুরে উপজেলার শুয়ারুল থেকে তাকে আটক করা হয়।
জানা গেছে, বৃহস্পতিবার অপর এক যুবকের খেলার একটি ফেসবুক পেজে হজরত মুহাম্মদ (সা.)-কে কটূক্তি করে বিরূপ কমেন্টস করেন হৃদয়। বিষয়টি স্থানীয়ভাবে জানাজানি হলে ফেসবুক ব্যবহারকারী হৃদয়কে আটক করে স্থানীয় জনতা পুলিশে খবর দেয়। পরে সাচার পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আনোয়ার হোসেন ফোর্স নিয়ে হৃদয়কে জনতার রোষানল থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এ ব্যাপারে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান বলেন, “ফেসবুকে হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি করার অভিযোগে হৃদয় চন্দ্র দাস ꦓনামের একজনকে ঘিরে রেখেছিল জনতা। তাকে উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে মামলার পর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।”