রাজশাহী মেডিকেল কলেজ (রামে🐲ক) ক্যাম্পাসে এক যুবক নিজের শরীরে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন। ওই যুবকের নাম মো. সাইফুর রহমান রাফি (২৭)।
ব♏ুধবার (৭ ডিসেম্বর) রাতে রামেক ক্যাম্পাসের নুরুন🔜্নবী হোস্টেলের সামনে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
রাফি রাজশাহী নগরীর বোয়ালিয়া থানার হেতে🉐মখাঁ এলাকার মো. বাবু💧লের ছেলে।
রামেক হাসপাতালের বার্ন ইউনিটের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. আফরোজা নাজনীন এ তথ্য নিশ্চি💜ত করে বলেন, গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে জরুরি বিভাগে আনলে সেখান থেকে তাকে ২৯ নম্বর ওয়ার্ডে (বার্ন ইউনিটে) স্থানান্তর করা হয়।
ডা. আফরোজা আরও বলেন, রাফি মানসিক রোগে ভুগছেন বলে তার প🦄রিবারের লোকজন জানিয়েছেন। তার মা এ হাসপাতালের ডেইলি লেবার হিসেবে ক🌸াজ করেন। রাফির শরীরের ৯৯ শতাংশ পুড়ে গেছে। তার অবস্থা ঝুঁকিপূর্ণ।