• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ ১৪৩১, ২১ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


হাতিয়ায় সৈকতে দেখা মিলল ইয়েলো বেলিড সি স্নেক


নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ২৫, ২০২৪, ০৫:২২ পিএম
হাতিয়ায় সৈকতে দেখা মিলল ইয়েলো বেলিড সি স্নেক

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় সৈকতে ভেস🌌ে এসেছে বিরল প্রজাত🧸ির ‘ইয়েলো-বেলিড সি স্নেক’।  ;

বৃহস্পতিবার (🌞২৫ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন হাতিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মাহবুব মোর♛্শেদ লিটন।

এর আগে বু𝔍ধবার (২৪ এপ্রিꦑল) বিকেলে উপজেলার কমলার দিঘি সমুদ্র সৈকতে সাপটি দেখা যায়।

উপজেলা চেয়ারম্যান মো. মাহবুব মোর্শেদ লিটন বলেন, “গতকাল বিকেলে দিকে তানিম নামের এক যুবক ঘুরতে যান উপজেলার চর ঈশ্বর ইউনিয়নের কাজির বাজারের কমলার দিঘি সমুদ্র সৈকতে। ওই সময় তিনি সাপটি দেখতে পান। এরপর স্থানীয় কিছু লোকজনও সাপটি সেখানে দে🌼খতে পান। আমি বিষয়টি স্থানীয় বন বিভাগকে জানিয়েছি। এরপর ওই সাপের কয়েকটা ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।”

উপকূলীয় বন বিভাগ নোয়াখালীর বিভাগীয় বন কর্মকর্তা🌸 আবু ইউসুফ বলেন, “ফেসবুকের মাধ্যমে আমি বিষয়টি জেনেছি। এটি একটি বিষধর সাপ। উভচর🧜 প্রাণী হিসেবে বিভিন্ন প্রজাতির সাপ জলে ও স্থলে প্রায় সময় দেখা যায়। তবে এ প্রজাতির সাপ বিরল। এগুলো এই অঞ্চলে তেমন দেখা যায় না। ‘ইয়েলো বেলিড সি স্নেক’ সাপটি সন্ধ্যার দিকে উপকূলে উঠে মানুষের আনাগোনা দেখে আবার সাগরে চলে যায়।”

Link copied!