বরগুনার পাথরঘাটায় মোটরস💃াইকেল চুরির অভ꧒িযোগে মো. সোহাগ সিকদার নামের এক যুবক গণধোলাইয়ের শিকার হয়েছেন। পরে পুলিশ তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে ভর্তি করায়।
সোমবার (৩১ জুলাই) বিকালে পাথরঘাটা থা🍎নার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহꦓ আলম হাওলাদার এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে, রোববার (৩০ জুল🎀াই) সন্ধ💫্যা ৭টার দিকে পুলিশ তাকে উদ্ধার করে।
সোহাগ সিকদার গোলবুনিয়া এলাকার মো. বাদল সিকদারের🔯 ছেলে এবং একই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আওয়ামী শ্রমিক লীগের সভাপতি।
স্থানীয় সূত্রে জানা যায়, হৃদয় নামের এক ব্যাক্তি মোটরসাইকেল তার নিজ বাড়ির সামনে রেখে গেলে সেখান থেকে মোটরসাইকেলটি চুরি করে নিয়ে যান সোহাগ। স্থানীয় লোকজন দেখলেও সোহাগ সেটি স্বীকার করেননি। পরে রাত ৯টার দিকে হৃদয়ের কাছ থেকဣে ২০ হাজার টাকা নিয়ে উপজেলা মঠবাড়িয়া থেকে মোটরসাইকেলটি ফিরিয়ে দিয়ে যান সোহাগ।
হৃদয় বলেন, “আমার মোটরসাইকেলটি চুরি করে নিয়ে যায়।🤡 রাতে ২০ হাজার টাকা দিয়ে মোটরসাইকেলটি ফেরত পেয়েছি।”
স্থানীয় ইউপি সদস্য মো. বাবুল মিয়া বলেন, “সোহাগ দীর্ঘদিন ধরে এ এলাকায় মোটরসাইকেল চুরি ও বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত। আশা করছি প্রশাসন তার বিরুদ্ধে ব্যবস্থা🦹 নিবে।”
এ বিষয়ে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম হাওলাদার বলেন, “সোহাগের বিরুদ্ধে এর আগেও মোটরসাইকেল চুরির মামলা রয়েছে। পুলিশ তাকে আটকের জন্য খুঁজছিলো। এর মধ্যেই স্থানীয়রা তাকে আটক করে পুলিশের কাছে সোপꦑর্দ করেছে। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠান🦩ো হবে।”