শস্য ভাণ্ডার হিসেবে খ্যাত নওগাঁর আত্রাই উপজেলা। এ উপজেলার প্রত্যন্ত এলাকায় সারা বছর চলে কৃষিকাজ। এ উপজেলꦫায় কৃষি কাজে পুরুষের পাশাপাশি কাজ করেন নারী শ্রমিকরাও। শ꧟ুধু কৃষি শ্রমিক হিসেবে নয়, মাটি কাটা, গৃহ নির্মাণ কাজেও নারীদের অংশগ্রহণ চেখে পড়ার মতো।
কিন্তু আজও পুরুষ শাসিত সমাজ ব্যবস্থার নিয়ম-কানুনের গ্যাঁড়াকলে আটকে আছেন নারীরা। ঘরের কাজে যেমন স্ꦏবীকৃতি নেই, তেমনি বাইরের কাজেও তাদের দেওয়া হচ্ছে কম মজুরি꧂।
উপজেলার মনিয়ারি গ্রামের কৃষিকাজে 🐷নিয়োজিত নারীরা জানান, এত হাড়ভাঙ্গা পরিশ্রমের পরও তারা কর্মক্ষেত্রে মজুরি বৈষম্যের শিকার হচ্ছেন। একজন পুরুষ শ্রমিক সারাদিন কাজ করে মজুরি পান ৫০০ থেকে ৬০০ টাকা। সেখানে নারী শ্রমিকরা সারাদিন কাজ করে পাচ্🅷ছেন ৩০০ থেকে ৩৫০ টাকা।
এ বিষয়ে উপজেলা সমাজসেবা অধিদপ্তর কর্মকর্তা সোহেল রানা বলেন, “সমাজসেবা অধিদপ্তরের আওতায় পল্লী মাতৃকেন্দ্র সমবায় সমিতির মাধ্যমে নারী সাব𓄧লম্বী করার জন্য ক্ষুদ্র ও স্বল্পমেয়াদী ঋণ দেওয়া হচ্ছে। যেন সমাজের পিছিয়ে পড়া নারীরা সামাজিক দারিদ্র দূর করতে পারে।”