লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ধবলসুতী হরিসভা খানপাড়া এলাকায় ট্রেনের ধাক্কায় মমতা বেগম (৪০) নামের এক মানসিক ভারসাম্যহীন নারী নিꩲহত হয়েছেন।
বুধবার (২৪ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে উপজ♒েলার খানপাড়া হরিসভা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মমতা বেগম উপজেলার ধবলসুতী এলাকার মৃত বদির উদ্দিনের মেয়ে।
স্থানীয়রা জানান, মমতা বেগম দীর্ঘ দিন ধরে মানসিক ভারসাম্যহীন। কানে না শোনার কারণে রেললাইনে হাঁটার সময় পার্বতীপুর থেকে ছেড়ে আসা বুড়িমারীগামী লোকাল ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন তিনি। পরে স্থানীয়রা মরদেহ দেখে নিহতের পরিবা༒রের সদস্য ও পাটগ্রাম থানায় সংবাদ দেন।
পাটগ্রাম🥂 থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী বলেন, “ট্রেনের ধাক্কায় মমতা বেগম নামের একজন নিহতের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এব্যাপারে পরবর্তী আইনগত ব🌞্যবস্থা প্রক্রিয়াধীন।