• ঢাকা
  • রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ ১৪৩১, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


স্ত্রীকে পুড়িয়ে হত্যা, স্বামীসহ দুজনের মৃত্যুদণ্ড


নড়াইল প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ২৯, ২০২৪, ০৬:১৬ পিএম
স্ত্রীকে পুড়িয়ে হত্যা, স্বামীসহ দুজনের মৃত্যুদণ্ড

নড়াইলে স্ত্রীকে কুপিয়ে ও পুড়িয়ে হত্যার দায়ে 🎉স্বামী রনি শেখ ও তার বন্💧ধু মেহেদী হাসানের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) দুপু👍রে নড়াইলের বিজ্ঞ জেলা ও দায়রা জজ আলমাচ হোসেন মৃধা এই রায় দেন।  

একই সঙ্গে তাদে💝র প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়। এছাড়া হত্যার পরে লাশ গুম করে হত্যার ঘটনা ভিন্নখাতে প্রবাহিত করার অপরাধে উভয়কে ৭ বছরের কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের স🌄শ্রম কারাদণ্ড দেওয়া হয়।

আদালতের 🌌পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট এমদাদুল ইসলাম ইমদাদ এসব তথ্য নিশ্চিত করেছেন।

মামলা সূত্রে জানা যায়, চার বছর আগে সদরের ষড়াতলা গ্রামের আছিয়া খাতুনের সঙ্গে রনি শেখের বিয়ে হয়। তাদের সংসারে বায়েজিদ নামে এক পুত্র সন্তান রয়েছে। স্বামী রনি শেখ বাংলালিংক কোম্পানির ড💜িস্ট্রিবিউটর থাকাকালে গন্ডব গ্রামের হাসিনা খানমের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। এই ঘটনা নিয়ে আছিয়া এবং রনি শেখের মধ্যে প্রায়ই কলহ চলত। একপর্যায়ে স্ত্রী আছিয়া খাতুনকে চিরতরে সরিয়ে দেওয়ার জন্য দুই বন্ধু লোহাগড়ার আলামুন্সির মোড় থেকে ২ লিটার পেট্রল কেনেন।

২০২২ সালের ৪ নভেম্বর সকালে দুই বন্ধু ষড়াতলা গ্রামের আনোয়ারের পুকুরে গোসল করা🃏র๊ সময় হত্যার পরিকল্পনা করেন। এরপর যে যার বাড়ি গিয়ে বেলা সাড়ে ১১টার দিকে বন্ধু মেহেদী হাসান রনি শেখের বাড়িতে আসেন। এসময় মেহেদী হাসান ঘর মোছার স্টিলের পাইপ দিয়ে আছিয়া খাতুনের মাথায় আঘাত করেন। আছিয়া অজ্ঞান হয়ে খাট থেকে পড়ে গেলে গলায় ওড়না ও বালিশ চাপা দেন। এতে কাজ না হলে রান্নাঘরের বটি এনে গলা কেটে হত্যা করেন। এরপর পেট্রল ঢেলে আছিয়ার শরীর এবং ঘরে আগুন ধরিয়ে দেন।

এ ঘটনায় ৫ নভেম্বর আছিয়া 💃খাতুনে মা রেবেকা বেগম বাদী হয়ে নড়াইল সদর থানায় হত্যা মামলা করেন। ২৭ জনের স্বাক্ষ্যগ্রহণ শেষে ঘটনা প্রমাণিত ꦍহওয়ায় আদালত রায় ঘোষণা করলেন।

Link copied!