• ঢাকা
  • মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪, ২৪ অগ্রহায়ণ ১৪৩১, ৮ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


পেঁপেবাগানের সঙ্গে এ কেমন শত্রুতা!


চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ১৬, ২০২৪, ০৯:২২ এএম
পেঁপেবাগানের সঙ্গে এ কেমন শত্রুতা!

চুয়াডাঙ্গার দর্শনা থানার উজলপুর গ্রাম𓃲ে পূর্বশত্রুতার জেরে এক বিঘা পেঁপেবাগান কেটে ফেলার অভিযোগ উঠেছে একই গ্রামের কয়েকজনের বিরুদ্ধে। এ বিষয়ে দর্শনা থানায় একটি অভিযোগ করেছে ভুক𝕴্তভোগী বাগান মালিক।

শুক্রবার (১৫ নভেম্বর) সকালে এ ঘটনা ঘটে। 

জানা যায়, চুয়াডাঙ্গা সদর উপজেলার দর্শনা থানা বেগমপুর ইউনিয়নের 🉐উজলপুর গ্রামের আবু বকর সিদ্দিকের ছেলে তানজিল হোসেনের উজলপুর চারাখোলা মাঠে এক বিঘা জমিতে পেঁপে বাগান করেছিল। প্রতিদিন𓂃ের মতো শুক্রবার সকালে বাগান পরিচর্যার জন্য তানজিল হোসেন মাঠে যায়। এ সময় বাগানে পৌঁছালে তার জমিতে থাকা বাগানের সব গাছ কাটা অবস্থায় দেখতে পায়। পরে হতভম্ব হয়ে কোনো উপায় না পেয়ে দর্শনা থানায় একটি লিখিত অভিযোগ করেন তিনি।

এ বিষয়ে ভুক্তভোগী তানজিল হোসেন জানান, ২০ দিন আগে তার পেঁপেবাগানের 🅷পাশে একটি বাদামের ক্ষেত থেকে একই গ্রামের এরেং মন্ডলের ছেলে ইব্রাহিম, তার ছেলে পলাশ ও তার জামাই মমিন পেঁপেবাগানের ভেতর দিয়ে বাদামের ঘাস নেওয়ার জন্য পরিবহন নিয়ে যায়। এ সময় বাগানের কয়ে𒁏কটি গাছের ক্ষতি হলে তানজিল তাদেরকে নিষেধ করে। পরে দুই পক্ষ তর্কে জড়িয়ে পরে। পরে অভিযুক্তরা বাগান মালিককে বাগানের ক্ষতি করবে বলে হুমকি দেখায়। তারই প্রেক্ষিতে ওই বাগান মালিক তানজিল একই গ্রামের এরেং মন্ডলের ছেলে ইব্রাহিম, তার ছেলে পলাশ ও তার জামাই মমিন তিনজন মিলে তার পেঁপেবাগান কেটে দিয়েছে বলে অভিযোগ করেছেন। এ ছাড়া তার বাগান কেটে দেওয়ায় লাখ টাকার ক্ষতি হয়েছে বলে বাগান মালিক জানান।

ওদর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদ তিতুমীর বলেন, “এ ঘটনাꦚয় দর্শনা থানার একটি অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী। তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।”

Link copied!