পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, “আমেরিকা-বৃটিশদের ক꧂থায় আমরা চলব না। আমাদের দেশ আমরাই চালাব।꧅ স্বাধীনতার প্রতীক নৌকা সব সময়ই আছে, থাকবেই। শেখ হাসিনা দেশের খাদেম। তাকে সারা বিশ্ব মানে।”
মঙ্গলবার (২৪ অক্টোবর) দুপুরে সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জে꧙ ডে💧ভেলপমেন্ট গ্রুপের আয়োজনের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এম এ মান্নান বলেন, “বঙ্গবন্ধ▨ু বাংলাদেশকে স্বাধীন করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্ম সেতু, বঙ্গবন্ধু টানেল, দেশে হাজার হাজার স্কুল-কলেজ-মাদ্রাসা করেছেন। তিনি ꧂যে উন্নয়ন করেছেন, তা আর কেউ পারবে না।”
পরিকল্পনামন্ত্রী ꦿবলেন, “নির্বাচন ছাড়া কোনো উপায় নাই। নির্বাচন হবেই। বাঙালি সব পারে। আগামী নির্🐻বাচনে নৌকায় ভোট দিয়ে আবারও শেখ হাসিনাকে ক্ষমতায় আনার আহ্বান করছি।”