লেখক ও গবেষক সলিমুল্লাহ খান বলেন, “বর্তমানে স্মার্ট ফোনের ব্যবহারের চাহিদা অনেক বেড়েছে। শিশুরাও এর দিকে আসক্ত হচ্ছে। তাই তাদেরকে স্মার্ট ফোনের মাধ্যমে পড়ার দিকে আমাদের✨ নিয়ে আসতে হ♑বে। স্মার্ট ফোনে বিভিন্ন বই দিয়ে দিতে হবে, যাতে তারা সেগুলো দেখে পড়ায় অভ্যস্ত হয়।”
শুক্রবারꦚ (২৬ জানুয়ারি) বিকেল তিনটার দিকে ঢাকার দোহারে উজান গণগ্রন্থাগারের ২য় বর্ষপূর্তি উৎসবে এসব ꦯকথা বলেন।
উপজেলার দক্ষিণ জয়পাড়া রূপালী জোৎস্নায় (সাবেক মেয়রের বাღসবভন) আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উজান গণগ্রন্থাগারের সভাপতি আব্দুর রাকিব তালুকদার অনুষ্ঠানে সভাপতিত💮্ব করেন। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন লেখক ও গবেষক সলিমুল্লাহ খান।
এ সময় সলিম🔯ুল্লাহ খান বলেন, “আমি যখন ছোট থেকেই পড়ার অভ্যস্ত ছিলাম। আমি যখন বিশ্বিবদ্যালয়ের লেখা পড়া করি তখনো আমি লাইব্রেরিতে বꦉসে বসে বিভিন্ন লেখকের লেখা পড়তাম। এ ছাড়াও তিনি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।”
আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান 🎉হয়। এর আগে কবি সত্যেন্দ্রনাথ দত্তকে🧸 ক্রেস্ট দিয়ে সম্মাননা দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন কবি সত্যেন্দ্রনাথ দত্ত, জয়পাড়া ক🅰লেজের অধ্যক্ষ ⛦সিদ্দিকুর রহমান, সুরুজ আলম সুরুজ, কাইয়ুম আহমেদসহ উজান গণগ্রন্থাগারের সদস্যগণ।