• ঢাকা
  • বুধবার, ০৪ সেপ্টেম্বর, ২০২৪, ২০ ভাদ্র ১৪৩১, ৩০ সফর ১৪৪৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


স্মার্ট ফোনকেই আমাদের পাঠাগার বানাতে হবে : সলিমুল্লাহ খান


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ২৭, ২০২৪, ১০:২১ এএম
স্মার্ট ফোনকেই আমাদের পাঠাগার বানাতে হবে : সলিমুল্লাহ খান
সলিমুল্লাহ খান। ছবি : সংগৃহীত

লেখক ও গবেষক সলিমুল্লাহ খান বলেন, “বর্তমানে স্মার্ট ফোনের ব্যবহারের চাহিদা অনেক বে♐ড়েছে। শিশুরাও এর দিকে আসক্ত হচ্ছে। তাই তাদেরকে স্মার্ট ফোনের মাধ্যমে পড়ার দিকে আমাদের নিয়ে আসতে হবে। স্মার্ট ফোনে বিভিন্ন বই দিয়ে দিতে হবে, যাতে তারা সেগুলো দেখে পড়ায় অভ্যস্ত হয়।”

শুক্রবার (২৬ জানুয়ারি) বিকেল তিনটার দিকে ঢাকার দোহারে উজান গণগ্রন্থাগারের ২য় বর্ষপূর্তি উৎসবে  এসব কথা🐼 বলেন। 

উপজেলার দক্ষিণ জয়পাড়া রূপালী জোৎস্নায় (সাবꦅেক মেয়রের বাসবভন) আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উজান গণগ্রন্থাগারের সভাপতি আব্দুর রাকিব তালুকদার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। আলোচক হিস♔েবে উ𝓀পস্থিত ছিলেন লেখক ও গবেষক সলিমুল্লাহ খান।

এ সময় সলিমুল্লাহ খান বলেন, “আমি যখন ছোট থেকেই পড়ার অভ্যস্ত🦩 ছিলাম। আমি যখন বিশ্বিবদ্যালয়ের ল🦹েখা পড়া করি তখনো আমি লাইব্রেরিতে বসে বসে বিভিন্ন লেখকের লেখা পড়তাম। এ ছাড়াও তিনি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।”

আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এর আগে কℱবি সত্যেন্দ্রনাথ দত্তকে ক্রেস্ট দিয়ে সম্মাননা দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন কবি সত্যেন্দ্রনাথ দত্ত, জয়𒊎পাড়া কলেজের অধ্যক্ষ সিদ্দিকুর রহমান, সুরুজ আলম সুরুজ, কাইয়ুম আহ🎃মেদসহ উজান গণগ্রন্থাগারের সদস্যগণ।

Link copied!