নড়াইলের লোহাগড়া উপজেলায় জুয়ার আসর থಞেকে ইউপি সদস্যসহ দুই জুয়াড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২ জুলাই) সকালে তাদের আদালত পাঠানো হয়𒅌েছে।
এর আগে সোম��বার (১ জুলাই) রাতে উপজেলার বাহিড়পাড়া প্রাথমিক বিদ্যালয় এলাকা থেকে তাদের গ্রেপ্তཧার করা হয়।
উপজেলার ইশানগা♑তীর গ্রামের ম🐟ান্নান মোল্যার ছেলে ও কাশিপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য ফরিদ মোল্যা (৩৫) এবং একই উপজেলার বাহিরপাড়া গ্রামের মৃত ইউনুস শেখের ছেলে আসলাম শেখ (৪৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বাহিরপাড়া সরকারি প্রাথমিඣক বিদ্যালয়ের পাশের ধানক্ষেতের মাঝে ইউপি মেম্বার ফরিদের নেতৃত্বে মাদক ও জুয়ার আসর বসানো হচ্ছিল। পরে গোপন সংবাদের ভিত্তিতে লোহাগড়া থানা পুলিশ সেখানে অভিযান পরিচালনা করে। এসময় বেশ কয়েকজন জুয়াড়ি দৌড়ে পালালেও ফরিদ মোল্যা ও আসলাম শেখ আটক করে পুলিশ। পরে জুয়া খেলার সরঞ্জামসহ নগদ অর্থ জব্দ করে তাদের নিয়মিত মামলা করে আদালতে পাঠান♔ো হয়।
এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় বলেন, গ্রেপ্তার দুই আসামিকে আদালতের মাধ্যমে কারাগারꦅে পাঠানো হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।