• ঢাকা
  • মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪, ১ পৌষ ১৪৩১,

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


যুবদলের কর্মী সম্মেলনকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০


কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২৪, ০৮:২৮ এএম
যুবদলের কর্মী সম্মেলনকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

কুমিল্লার নাঙ্গলকোটಌে যুবদলের কর্মী সম্মেলনকে কেন্দ্র করে দুই🍷 পক্ষের ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে । 

শুক্রবার (২২ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার পেরিয়া বাজারে এ ঘটনা ঘটে। এতে উভয় পক্🌟ষের অন্তত ১০ জন আ﷽হত হয়েছেন।

আহতরা হলেন সাবেক সংসদ সদস্য গফুর ভূঁইয়া সমর্থক যুবদল নেতা কবির আহমেদ, আফজাল হোসেন, খোকন মিয়া, বিএনপি নেত🅰া মোশারফ খান, স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক মনু মিয়া, সদস্য মোজাম্মেল হোসেন, ছাত্রদল নেতা সিয়াম, বিএনপি নেতা মোবাশ্বের আলম ভূঁইয়ার সমর্থক পৌরসভা যুবদল যুগ্ম আহ্বায়ক মহিন উদ্দিন, যুবদল নেতা সাগর হোসেন, আকাশ হোসেন।

সূত্র জানায়, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়ার সমর্থিত যুবদলের কর্মী সম্মেলন শুক্রবার বিকালে পেরিয়া উচ্চ বিদ্💛যালয় মাঠে অনুষ্ঠিত হওয়া কথা ছিল। ওই দিন বিকালে একই স্থানে বিক্ষোভ মিছিল ডাকেন সাবেক সংসদ সদস্য আব্দুল গফুর ভূঁইয়া সমর্থিত নেতাকর্মীরা। এ ঘটনায় উত্তেজনা বিরাজ করছিল। এদিন বিকেলে মোবাশ্বের আলম ভূঁইয়া গ্রুপের নেতাকর্মীরা কর্মী সম্মেলন করতে গেলে উভয় পক্ষের মধ্যে  ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।

নাঙ্গলকোট উপজেলা বিএনপি নেতা ও আব্দুল গফুর ভূঁইয়ার সমর্থক আবু সায়েম আজাদ বলেন, মোবাশ্বের আলম ভূঁইয়ার লোকজন শান্ত পেরিয়াকে অশান্ত করে💦ছে। তারা আওয়ামী লীগের নেত⭕াকর্মী নিয়ে এসে আমাদের ওপর হামলা চালিয়ে আমাদের নেতাকর্মীদের আহত করে। আজ থেকে পেরিয়াতে মোবাশ্বের আলম ভূঁইয়াকে অবাঞ্ছিত ঘোষণা করা হলো।

নাঙ্গলকোট উপজেলা যুবদল আহ্বায়ক মনিরুল ইসলাম মনির বলেন, “শান্তিপূর্ণভাবে প্রোগ্রাম শেষ করে আসার পথে মুখোশধারী কিছু 🍎লোক আমাদের নেতাকর্মীদের ওপর হামলা চালায়।”

কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের য💧ুগ্ম আহ্বায়ক আহসান উল্লাহ বলেন, “শুক্রবার আমাদের প্রোগ্রাম ছিল। আমি প্রোগ্রামের প্রধান অতিথি ছিলাম। প্রোগ🍰্রাম করেছি। কোনো হামলার ঘটনা ঘটেনি।”

নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে ফজলুল হক জানান, দুই পক্ষের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। পুলিশ গিয়ে দ্রুত পরিস্থিতি ন𝓡িয়ন্ত্রণে আনে। 

Link copied!