• ঢাকা
  • মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪, ১ পৌষ ১৪৩১,

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


বাসচাপায় প্রাণ গেল নারীসহ দুইজনের


বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ৪, ২০২২, ০৬:৫৫ পিএম
বাসচাপায় প্রাণ গেল নারীসহ দুইজনের

বগুড়ায় যাত্রীবাহী বাসের চাপায় মোটরসাইকেল আরোহী শাকিল আহম্মেদ (২২) ও অ🏅জ্ঞাতনামা এক নারী নিহত হ🐻য়েছেন।

রোববার (৪ সেওপ্টেম্বর) বগুড়া-রংপুর মহাসড়কে শিবগঞ্জের রহবল বন্দরে দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হ🍬লেন, শাকিল উপজেলার কিচক ইউনিয়নের কমলিহার গ্রামের আব্দুল মজিদের ছেলে।  অজ্ঞাত তরুণীর বয়স ২০ বছরের হবে বলে জানিয়েছে পুলিশ।

আটক হওয়া বাসচালকের নাম আলামিন। তিনি সিরাজগঞ্জের শাহজাদপ🎃ুরের মশিপুর গ্রা🥂মের বাসিন্দা।

পুলিশ জানিয়েছে, রোবববার দুপুরে সেনা সদস্য শাকিল ও অজ্ঞাত মেয়ে গোবিন্দগঞ্জের দিকে মোটরসাইকেলে (বাইক) করে যাচ্ছিলেন। আর বিপরীত দিক থেকে পাবনার উদ্দেশে একটি বাস আসছিল। পথে রহবল এলাকায় এলে নিয়ন্ত্রণ হারিয়ে বাসের নি❀চে চাপা পড়ে মোটরসাইকেল। এতে ঘটনাস্থলেই শাকিল ও অজ্ঞাত নারী মারা যান।

বিষয়টি নিশ্চিত করে🦩ছেন মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) মনোয়ারুল ইসলাম। তিনি বলেন, “এ ঘটনা হাইওয়ে পুলিশের। এ জন্য আটক বাস চালক ও মরদেহ তাদের হেফাজতে রয়েছে।”

এ বিষয়ে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানা ওসি আমিনুল ইꦬসলাম বলেন, “দুর্ঘটনায় নিহতদের মরদেহ গোবিন্দগঞ্জে নিয়ে আসা হয়েছে। আর পুলিশ বগুড়া💟 সদরের মাটিডালী এলাকা থেকে চালকসহ বাসটি জব্দ করেছে। বাসটিও থানায় আনা হয়েছে।

Link copied!