টাঙ্গাইলের মির্জাপুরে সাপের কামড়ে দুই গৃহবধ𒁏ূর মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যা ও শনিবার সকালে (২০ ও ২১ সেপ্টেম্বর) সাপের কামড়ের এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন উপজেলার বহুরিয়া ইউনিয়নের বহুরিয়াꦍ গ্রামের অজুফা বেগম (৩৫) এবং গোড়াই ইউনিয়নের গোড়াই লালবাড়ি গ্রামের দিপালি রানী (৩৬)।
নিহ🍃তদের পরিবার ও হাসপাতাল সূত্রে জানা যায়, শনিবার সকালে অজুফা বেগম খড়ের স্তুপ থেকে গরুর জন্য খড় আনতে গেলে একটি বিষধর সাপে তাকে কামড় দেয়। এসময় তার চিৎকার শুনে স্বজনরা তাকে উদ্ধার করে গুরুতর অবস্থায় কুমুদিনী হাসপাতালে নিয়ে ভর্তি করার পরে চিকিৎসক তাকಌে মৃত ঘোষণা করেন।
এর আগে শুক্রবার সন্ধ্যার দিকে নিজ বাড়িতে দিপালি রানীকে একটি বিষধর সাপ কামড় দেয়। পরে 🍌অসুস্থ অবস্থায় তাকেও হাসপাত✃ালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়।
কুমুদিনী হাসাপাতালের ম😼েডিসিন বিভাগের চিকিৎসক ডা. অনামিকা সাহা বলেন, বিষধর সাপ কামড়ে তাদের মৃ🔯ত্যু হয়েছে।