চুয়াডাঙ্গার সদর উপজেলার ঝাঁঝরি গ্রামে এবং দামুড়হুদা উপজেলার পাটাচোরা গ্রামে বজ্রাঘাতে রুবেল (৩০) ও আহাম্মেদ🔜 মল্লিক (ꦕ৭০) নামের দুই কৃষকের মৃত্যু হয়েছে।
শনিবার (১১ মে) সকাল আন💦ুমানিক পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটেছে।
আহম্মেদ মল্লিক পাটাচোরা গ্রা🙈মের মল্লিকপাড়ার খেদের মল্লিকের ছেলে এবং রুবেল ঝাঁঝরি গ্রামের আব্দুল 𒐪মালেকের ছেলে।
চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী হোসেন জানান, সকা👍লে রুবেল মাঠে কাজ করতে গিয়েছিলেন। বৃষ্টি ও বজ্রপাতের কারণে তিনি কাজ না করে মাঠ থেকে বাড়ি ফিরছিলেন। এ সময়🥂 ঝাঁঝরি স্কুলের কাছে পৌঁছলে তার মাথায় বাজ পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পাটাচোরা গ্রামের বাসিন্দা শাহিন জানান, সকালে গ্রামের ইশেরগাড়ী মাঠ থেকে কাজ শেষে আহম্মেদ মল্লিক বাড়ি ফিরছিলেন। ওই সময় বজ্রাঘাতে তিনি মার🔜াত্বকভাবে আহত হন। তাকে দ্রুত দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.হেলেনা আক্তꦫার নিপা বলেন, “বজ্রাঘাতপ্রাপ্ত আহম্মেদ মল্লিককে মৃত অবস্থায় এখানকার জরুরি বিভাগে আনা হয়েছিল। স🔜্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার আগেই তিনি মারা যান।”