বরগুনায় শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র থেকে দুই শিশু নিখোঁজ হয়েছে। স🍸োমবার (২৫ ডিসেম্বর) বিকেলে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
নিখোঁজরা হলো বরগুনা ⛎সদর উপজেলার গৌরীচন্না ইউনিয়নেরಞ কুমারখালী এলাকার কামাল হাওলাদারের মেয়ে মোসা. কারিমা আক্তার (১০) এবং মৃত আলি হোসেনের মেয়ে রাফিয়া আক্তার (১৩)। রাফিয়া আক্তারের ঠিকানা জানাতে পারেনি পুলিশ।
জানা যায়, রোববার (২৪ ডিসেম্বর) সকালে পুনর্বাসন কেন্দ্রের শিশুরা খেলাধুলা কর💯তে বের হয়। পরে সবাই ফিরে এলেও কারিমা ও রাফিয়া আসেনি। পরে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে না পেয়ে কর্তৃপক্ষ বিষয়টি পুলিশকে জানায়।
এ ব্যাপারে শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রের কেয়ার গিভার মো. হেলাল উদ্দিন রাসেল বলꦇেন, “আমরা ওই দুই শিশুকে দেখতে না পেয়ে সদর থানায় একটি জিডি করেছি। পরে সিসি ক্যামেরার ফুটেজ চেক করে দেখা গেল তারা কেয়ারটেকারের রুম থেকে চাবি চুরি করে গেট খুলে চলে গেছে।”
বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম মিজানুর রহমান বলেন, “এ ঘটনায় সদর থানায় সাধারণ ডায়েরি করা হয়ে✃ছে। এখন পর্যন্ত তাদের খোঁজ পাওয়া যায়নি। আমাদের কার্যক্রম অব্যাহত রয়েছ⭕ে।”