কুমিল্লায় দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত সৈনিকদের প্রতি শ্রদ্ধা জ💯ানিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূত এবং প্রতিনিধিরা। শন🎶িবার (১১ নভেম্বর) সকালে ময়নামতি ওয়ার সিমেট্রিতে ফুল দিয়ে এ শ্রদ্ধা জানান তারা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস, ব্রিটিশ হাইকﷺমিশনার সারাহ কুক, জাপানের রাষ্ট্রদূত ইয়োমা কিমিনোরি, অস্ট্রেলিয়ার ডেপুটি হাইকমিশনার নারদিয়া সেম্পসন, বাংলাদেশের নিযুক্ত ভারতের প্রতিরক্ষা প্রতিনি🦄ধি বিগ্রেডিয়ার এম এস সাবারওয়াল, পাকিস্তানের প্রতিনিধি সাইয়েদ আহমেদ মারুফসহ বিভিন্ন দেশের মোট ৬৮ জন অতিথি।
অতিথিরা ওয়ার সিমেট্রির স্মৃত💎িসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করার সময় বিউগলে করুণ সুর বেজে উঠে। শ্রদ্ধা নিবেদন শেষে ও⛦য়ার সিমেট্রি এলাকা ঘুরে দেখেন বিদেশি অতিথিরা।