কক্সবাজারের সেন্টমার্টিনে বেড়াতে এসে রেজাউর রহমান খান (৪৩) নামের এক পর্যটকের মৃত্যু হয়েছে। শনিবার (২৭ জানুয়ারি) বিকেলে সেন্টমᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚার্টিন ২০ শয্যা বিশিষ্ট হাসপাত꧃ালে তার মৃত্যু হয়েছে।
পর্যটক রেজাউর রহমান꧒ খান টাঙ্গাই🍰ল সদরের মৃত মতিউর রহমানের খানের ছেলে।
জানা যায়, রেজাউর রহমান খান টাঙ্গাইল সদরের ৪০ জন বন্ধুবান্ধব মিলে সেন্টমার্টিনে ঘুরতে শনিবার🦄 (২৭ জানুয়ারি) দুপুরে এসে হোটেল সি প্রবালে উঠেন। বিকালে অসুস্থবোধ করলে তাকে সেন্🐻টমার্টিন ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নেওয়া হয়।
হাসপাতালের চিকিৎস🎉ক ডা. নাঈমুর রহমান জানান, হাসপাতালে আনার আগে তার মৃত্যু হয়েছে।
বিষয়টি সেন্টমার্টিন পুলিশ ফাঁড়ির ইনচা𓃲র্জ পরিদর্শক মোহাম্মদ আব্দুল বাতেন নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমাদের মনে হয়েছে মৃত্যুটি স্বাভাবিক মনে হয়েছে।