সামাজিক যোগাযোগ মাধ্যꦫম ফেসবুকে লাইভে এসে আত্মহত্যার হুমকি দিয়েছেন বরিশাল সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান সুজন।
ফেসবুক লাইভে আসার দুই ঘণ্টা আগে সুজন নিজ টাইমলাইনে লিখেছেন, “কাল হয়তো আত্মহত্যা করতে প𝐆ারি! কারণটা ডায়রিতে লেখা থাকবে। হে আল্লাহ তুমি আম⛄াকে ক্ষমা করে দাও।”
এ𝓀 ঘটনায় আশিকুর র𓄧হমান সুজনকে শোকজ করেছে জেলা ছাত্রলীগ।
শনিবার (১ এপ্রিল) বিকে☂লে জেলা ছাত্রলীগের সভাপতি 𒊎হেমায়েত উদ্দিন সেরনিয়াবাত সুমন ও সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাকের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এদিকে ১১ মিনিটের লাইভে কান্নাজড়িত কণ্ঠে সুজন বলেন, “আত্মহত্যার কারণ পারিবারিক নয়, পারিবারিকভাবে আমি সুখী আছি, এমন অবস্থায় পড়েছি নিজের তিন মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকেও💫 বলতে পারছি না কিছু। আমার আত্মহত্যার কারণ রুটি রুজির জায়গা বন্ধ হয়ে যাওয়া। অর্থাৎ যে জায়গা থেকে আমার আয়ে সংসার চলতো, সেই পথ শনিবার থেকে বন্ধ হয়ে যাচ্ছে। তাই কোনো পথ না পেযꦚ়ে আত্মহত্যার পথ বেছে নিতে হবে।”
আত্মহত্যার হুমকির পর আশিকুর রহমান ꧋সুজনের মোবাইল নম্বরে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি।
এ বিষয়ে বরিশাল জেলা ছাত্রলীগের সভাপতি হেমায়েত উদ্দিন সুমন সেরনিয়াবাত বলেন, এ ঘটনায় শনিবার দুপুরে আশিকুর র🃏হমান সুজনকে ডাকা হয়। তাকে তিরস্কারও করা হয়েছে। একই সঙ্গে লিখিতভাবে ঘটনার কারণ জꦺানাতে বলা হয়েছে।
বরিশাল মেট্রোপলিটন বন্দর থানা 🌳পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, “লাইভটি আমি দেখেছি এবং সুজনের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি। কিন্তু তাকে মোবাইলে পাওয়া যায়নি।”