আশুলিয়ায় পরিত্যক্ত পৃথক দুটি কার্টন বক্স থেকে অজ্ঞাতনামা নারীর মাথাবিহীন খণ্ডিত মর🌞দেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩ ⛎অক্টোবর) সন্ধ্যা সাতটার দিকে আশুলিয়া কাঠগড়া বাꦚজার চৌরাস্তা এলাকার একটি বন্ধ দোকানের সামনে থেকে মরদেহের টুকরাগুলো উদ্ধার করা হয়।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানা, সারা দিন বৃষ্টি থাকায় সকাল থেকে ওই এলাকার দোকানপাট ও মার্কেটের কিছু অংশ বন্ধ ছ💎িল। সন্ধ্যার দিকে দোকান খুলতে এসে বিষয়টি বুঝতে পেরে পুলিশে﷽ খবর দেয় আশপাশের ব্যবসায়ীরা। পরে পুলিশ এসে মরদেহ অংশ বিশেষ উদ্ধার করে।
আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই)🏅 প্রবীর ভট্💝টাচার্য বলেন, “খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুটি কার্টন বক্স উদ্ধার করে যৌথবাহিনীর উপস্থিতে খোলা হয়। একটি বক্সে গলা থেকে কোমর পর্যন্ত অপর একটি বক্সে দুই পা ছিল। তবে এখনো মাথার অংশ পাওয়া যায়নি।”
তিনি আরও বলেন, ‘মাথার অংশের খোঁজ চলছে। এ ছা✅ড়া পরিচয় নিশ্চিত করতে পিবিআইয়ের একটি দল আসছে। রহস্য উদঘাটনে তদন্ত চলছে। বিস্তারিত পরে জানানো হবে।’