চট্টগ্রাম মেডিকেল কলেজꦍ হাসপাতাল (চমে✃ক) থেকে ডায়াগনস্টিকের তিন দালালকে আটক করেছে কর্তৃপক্ষ। পুলিশ জানায়, তারা নানা কথা বলে ফাঁদে ফেলে রোগীদের এসব ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যেত।
বৃহস্পতিবার (১১ জুলাই) সকালে চমেকের ১৪ নম্বর মেডিসিন ওয়ার্ড থেকে তাঁদের 𒉰আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন ফ্যামিলি হেলথ কেয়ার ডায়াগᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚ🌄ᩚᩚনস্টিক সেন্টারের দালাল শাহাদাত হোসেন (২৪), ইউনি কেয়ার ডায়াগনস্টিক সেন্টারের সুজন সিংহ (২৮) ও একই প্রতিষ্ঠানের গোলাম কিবরিয়া (২৬)।
চমেক হাসপাতাল পুলিশ ♏ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, আটক ব্যক্তিরা 𝕴বিভিন্ন হাসপাতাল ডায়াগনস্টিক সেন্টারে চাকরি করেন। হাসপাতালে ভর্তি রোগীদের ভুল বুঝিয়ে তাদের নির্ধারিত ল্যাবে নিয়ে রোগী হয়রানি ও অতিরিক্ত অর্থ আদায় করে থাকেন। আনসার সদস্যরা তাদের হাতেনাতে মেডিসিন ওয়ার্ড থেকে আটক করে পুলিশে সোপর্দ করে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য থানায় পাঠানো হয়েছে।